লক্ষ্ণৌতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ম্যাচে খেলতে পারছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। টসের সময় রোহিতের না খেলার বিষয় নিশ্চিত করেছেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। জানিয়েছেন, হাঁটুতে চোট পেয়েছেন তারকা ওপেনার, যে কারণে খেলবেন না।
মুম্বাই অধিনায়ক পান্ডিয়ার কাছে জাসপ্রিত বুমরাহ’র বিষয়েও জিজ্ঞাসা করেছিলেন ধারাভাষ্যকার। জানিয়েছেন, বুমরাহ শিগগিরই আমাদের মাঝে ফিরবেন।
আইপিএলের ২০২৫ মৌসুমে সময়টা ভালো যাচ্ছে না রোহিত শর্মার। প্রথম তিন ম্যাচে ডানহাতি ওপেনার করেছেন ১৩, ৮ এবং শূন্য রান। সূর্যকুমার যাদবের সঙ্গে তিনিও অনুশীলনের জন্য মাঠে এসেছিলেন। এরপর আর তাকে দেখা যায়নি।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের ঠিক নিচে, সাতে। ছয়ে আছে হার্দিক পান্ডিয়ার দল।









