আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া নিয়ে তোলপাড়ের শুরু। পরে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত, ক্রীড়া উপদেষ্টার সাধুবাদ জানানোসহ নানা কিছু ঘটেছে। সবশেষ যোগ হয়েছে ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্য। জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিরাপদ মনে হচ্ছে না।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে যান। সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকবইতে সাক্ষর করেন। সেখানে বিসিবি সভাপতি বলেন, ‘ভারতে গিয়ে আমাদের বিশ্বকাপ খেলা নিরাপদ মনে হচ্ছে না। আইসিসিকে জানানো হয়েছে, তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
ভারতের ঘরোয়া লিগ আইপিএলের খেলা বাংলাদেশে না দেখানোর সরকারী সিদ্ধান্ত নিয়ে আমিনুল বলেছেন, ‘দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা সরকারের সিদ্ধান্ত। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়া দুঃখজনক।’ এসময় বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ ও পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে তাকে দল থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের তোপের মুখে পড়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়, যা ভারতে বাংলাদেশের জন্য নিরাপত্তাহীনতার প্রসঙ্গ সামনে এনেছে। প্রতিক্রিয়ায় বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না জানায় আইসিসিকে।









