আইপিএলের চলতি মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের ভূমিকায় নেই রোহিত শর্মা। তার অধীনে পাঁচবার মুম্বাই চ্যাম্পিয়ন হলেও এবার চমক দেখিয়ে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় হার্দিক পান্ডিয়াকে। যা নিয়ে মৌসুমের শুরু থেকেই হতে থাকে নানা আলোচনা-সমালোচনা। সেই ঘটনায় মুখ খুললেন হার্দিকের জাতীয় দল অধিনায়ক রোহিত।
ফ্র্যাঞ্চাইজি দলটিতে রোহিত থাকা সত্ত্বেও গুজরাট টাইটানস থেকে পান্ডিয়াকে এনে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। এক মাসেরও বেশি সময় ধরে পান্ডিয়ার নেতৃত্বে খেলার পর অবশেষে নীরবতা ভেঙেছেন ভারতের তারকা ওপেনার। কথা বলেছেন মুম্বাইয়ের অধিনায়কত্ব হারানো আর পান্ডিয়ার নেতৃত্বে খেলা নিয়ে।
পান্ডিয়া প্রসঙ্গে জানতে চাইলে যা সামনে এলো, অধিনায়ক পরিবর্তনের বিষয়টি যে রোহিতের খুব বেশি ভালো লাগেনি সেটি স্পষ্ট। বলেছেন, ‘দেখুন, এটা জীবনেরই অংশ। সবকিছু আপনার মনমতো হবে না। তবে পান্ডিয়ার নেতৃত্বে খেলা দারুণ একটি অভিজ্ঞতা। যখন অধিনায়ক ছিলাম না, তখন অনেকের অধীনে খেলেছি। এটা আমার কাছে আলাদা বা নতুন কিছু নয়।’
জাতীয় দলের অধিনায়ক হওয়ার আগে বা ক্যারিয়ারের শুরুর দিকে অনেকের অধীনে খেললেও এবারের আইপিএলে পান্ডিয়ার নেতৃত্বে খেলাটা যে ভিন্ন অভিজ্ঞতাই, তাও ফুটে উঠেছে রোহিতের অল্পকথার জবাবে।









