ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম আসছে ১৬ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কেনা-বেচার আগে ছেড়ে দেয়া ও ধরে রাখা খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেখে নেয়া যাক কোন দল কত অর্থ খরচ করতে পারবে নিলামে।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ দল মিলে ধরে রেখেছে ১৭৩ ক্রিকেটার। যাতে বিদেশি ৪৯ জন। ট্রেডিংয়ের মাধ্যমে কয়েকজন ইতিমধ্যে দলবদলও সেরেছেন।
মিনি নিলামে সর্বোচ্চ ৭৭ জন দল পাবেন। সেখানে ভারতের বাইরের হতে পারবেন সর্বোচ্চ ৩১ জন। ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করতে পারবে সবমিলিয়ে ২৩৭ কোটি ৫৫ লাখ রুপি।
আইপিএলে একেকটি দল সর্বোচ্চ ১২৫ কোটি রুপি ব্যয় করতে পারে খেলোয়াড় কেনায়। স্কোয়াড বানাতে হয় সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৫ জনকে নিয়ে। যার মধ্যে বিদেশি হতে পারেন সর্বোচ্চ ৮ জন।
মিনি নিলামের আগে এক নজরে কোন দল কত খরচ করতে পারবে
কলকাতা নাইট রাইডার্স- ৬৪.৩ কোটি রুপি।
চেন্নাই সুপার কিংস- ৪৩.৪ কোটি রুপি।
সানরাইজার্স হায়দরাবাদ- ২৫.৫ কোটি রুপি।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস- ২২.৯৫ কোটি রুপি।
দিল্লি ক্যাপিটালস- ২১.৮ কোটি রুপি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১৬.৪ কোটি রুপি।
রাজস্থান রয়্যালস- ১৬.০৫ কোটি রুপি।
গুজরাট টাইটান্স- ১২.৯ কোটি রুপি।
পাঞ্জাব কিংস- ১১.৫ কোটি রুপি।
মুম্বাই ইন্ডিয়ান্স- ২.৭৫ কোটি রুপি।









