আসছে ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে বসবে ২০২৬ আইপিএলের মিনি নিলাম। দুবাই ও জেদ্দার পর টানা তৃতীয়বার ভারতের বাইরে হতে চলেছে আয়োজন। যার আগে ২০২৫ সালের স্কোয়াড থেকে কাকে ছেড়ে দিয়ে কাকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো, সেটি জমা দিয়েছে। ছেড়ে দেয়াদের মধ্যে আছেন আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল ও লিয়াম লিভিংস্টোনের মতো তারকা।
আইপিএলের গত আসরের মেগা নিলামের আগে ১২ কোটি রুপিতে রাসেলকে রিটেইন করেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডারকে ছেড়ে দিল ফ্র্যাঞ্চাইজিটি। রাসেলের বাইরে ভেঙ্কটেশ আয়ার, কুইন্টন ডি কক, এইনরিখ নর্টজে, স্পেন্সার জনসন ও রহমানুল্লাহ গুরবাজদের ছেড়ে দিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন দলটি।
মিনি নিলামের আগে ১০ দলের স্কোয়াড
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রিটেইন- রজত পাতিদার, বিরাট কোহলি, ফিল সল্ট, ক্রুনাল পান্ডিয়া, জশ হ্যাজেলউড, টিম ডেভিড, জিতেশ শর্মা, দেবদূত পাড্ডিকাল, নুয়ান থুসারা, ভূবনেশ্বর কুমার, জ্যাকব বেথেল, রোমারিও শেফার্ড, সুহাশ শর্মা, স্বপ্নীল সিং, ইয়াশ দয়াল, অভিনন্দন সিং, রাসিক ধার।
ছেড়ে দেয়া ক্রিকেটার- লিয়াম লিভিংস্টোন, স্বস্তিক চিকারা, টিম সেইফার্ট, মনোজ ভান্ডাগে, লুনগি এনগিদি, ব্লেসিং মুজারাবানি, মোহিত রাঠি, মায়াঙ্ক আগারওয়াল।
দিল্লি ক্যাপিটালস
রিটেইন- অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, করুন নায়ার, অভিষেক পোরেল, ত্রিস্তান স্টাবস, সামির রিজভী, আশুতোষ শর্মা, অজয় মণ্ডল, ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি, মিচেল স্টার্ক, থাঙ্গারাসু নটরাজন, দুশমন্থ চামিরা, কুলদীপ যাদব, নীতিশ রানা, ভিপরাজ নিগাম।
ছেড়ে দেয়া ক্রিকেটার- ফ্যাফ ডু প্লেসিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, সিদ্দিকুল্লাহ অতল, মানভান্থ কুমার, মোহিত শর্মা, দর্শন নালকান্দে, ডনোভান ফেরেইরা।
গুজরাট টাইটান্স
রিটেইন- শুভমন গিল, শাই সুদর্শন, জস বাটলার, শাহরুখ খান, কুমার কুসার্গা, অনুজ রাওয়াত, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, নিশান্ত সিন্ধু, গ্লেন ফিলিপস, আরশাদ খান, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, শাই কিশোর, কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, গুরনর ব্রার, মানব সুতার।
ছেড়ে দেয়া ক্রিকেটার- দাসুন শানাকা, মাহিপাল লমরোর, করিম জানাত, জেরাল্ড কোয়েটজি, কুলওয়ান্ত খেজরোলিয়া।
চেন্নাই সুপার কিংস
রিটেইন- মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড, আনশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, জেমি ওয়েভারটন, মুকেশ চৌধুরি, নাথান এলিস, নূর আহমেদ, রামাকৃষ্ণা ঘোষ, সাঞ্জু স্যামসন, শিভাম দুবে, শ্রেয়াস আয়ার, খলিল আহমেদ, আয়ুশ মাহাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস এবং উর্ভিল প্যাটেল।
ছেড়ে দেয়া ক্রিকেটার- রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মাথিশা পাথিরানা, ডেভন কনওয়ে, রাচীন রবীন্দ্র, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, বিজয় শঙ্কর, ভান্স বেদি, আন্দ্রে সিদ্ধার্থ, শেখ রাশেদ, কমলেশ নাগরকোটি।
কলকাতা নাইট রাইডার্স
রিটেইন- আজিঙ্কা রাহানে, রোভম্যান পাওয়েল, অংক্রিশ রাঘুবংশী, অনুকুল রায়, হার্ষিত রানা, মনিশ পান্ডে, রিংকু সিং, রমনদীপ সিং, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী।
ছেড়ে দেয়া ক্রিকেটার- আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ার, মঈন আলী, কুইন্টন ডি কক, রহমানুল্লাহ গুরবাজ, এইনরিক নর্টজে, স্পেন্সার জনসন, মায়াঙ্ক মারকান্দে, চেতন সাকারিয়া, লুভনিথ সিসোদিয়া।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
রিটেইন- আব্দুল সামাদ, এইডেন মার্করাম, আকাশ সিং, অর্জুন টেন্ডুলকার, আর্শিন কুলকার্নি, আভেষ খান, আয়ুশ বাদোনি, দ্বীগভেশ রাঠি, হিম্মাত সিং, মানিমারান সিদ্ধার্থ, ম্যাথু ব্রিটজকে, মায়াঙ্ক যাদব, মোহাম্মদ শামি, মিচেল মার্শ, মহসিন খান, নিকোলাস পুরান, প্রিন্স যাদব, রিশভ পান্ট এবং শাহবাজ আহমেদ।
ছেড়ে দেয়া ক্রিকেটার- আরিয়ান জুয়াল, ডেভিড মিলার, যুবরাজ চৌধুরি, রাজবর্ধন হাঙ্গারেকার, আকাশ দীপ, রবি বিষ্ণোই।
মুম্বাই ইন্ডিয়ান্স
রিটেইন- রোহিত শর্মা, জাশপ্রীত বুমরাহ, মোহাম্মদ গাজানফার, আশ্বিনী কুমার, কর্বিন বোস, দীপক চাহার, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক মারকান্দে, মিচেল স্যান্টনার, নোমান ধীর, রাঘু শর্মা, রাজ বাওয়া, রবীন মিনজ, রায়ান রিকেলটন, শার্দুল ঠাকুর, শেরফান রাদারফোর্ড, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ট্রেন্ট বোল্ট এবং উইল জ্যাকস।
ছেড়ে দেয়া ক্রিকেটার- সত্যনারায়ণ রাজু, ভিগনেশ পুথুর, রিস টপলে, বেভন জ্যাকবস, মুজিব উর রহমান, লিজার্ড উইলিয়ামস, কর্ন শর্মা, কেএল শ্রীজিথ।
সানরাইজার্স হায়দরাবাদ
রিটেইন- অভিষেক শর্মা, অনিকেত ভার্মা, ব্রাইডন কার্স, এসান মালিঙ্গা, হার্শ দুবে, হার্শাল প্যাটেল, হেইনরিখ ক্ল্যাসেন, ঈশান কিষাণ, জয়দেব উনাদকাট, কামিন্দু মেন্ডিস, নীতিশ রেড্ডি, প্যাট কামিন্স, স্মরণ রবীচন্দ্রন, ট্র্যাভিস হেড এবং জিসান আনসারী।
ছেড়ে দেয়া ক্রিকেটার- অভিনব মনোহর, আথার্ব টাইডি, শচীন বেবি, উইয়ান মুল্ডার, সিমারজিৎ সিং, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ শামি।
পাঞ্জাব কিংস
রিটেইন- আর্শদীপ সিং, আজমতউল্লাহ ওমরজাই, হারনর পান্নু, হারপ্রীত ব্রার, লোকি ফার্গুসন, মার্কো জানসেন, মার্কাস স্টয়নিস, মিচেল ওয়েন, মুশির খান, নেহাল ওয়াদেরা, প্রভসিমরান সিং, প্রিয়ানশ আরিয়া, পায়লা অভিনাশ, শশাঙ্ক সিং, শ্রেয়াস আয়ার, সুরিয়ানশ শেডজে, বিষ্ণু বিনোদ, বৈশাখ বিজয়াকুমার, হাভিয়ের ব্রার্টলেট, ইয়াশ ঠাকুর এবং যুযবেন্দ্র চাহাল।
ছেড়ে দেয়া ক্রিকেটার- জশ ইংলিশ, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, কুলদীপ সেন, প্রবীণ দুবে।
রাজস্থান রয়্যালস
রিটেইন- ধ্রুব জুরেল, ডনোভান ফেরেইরা, জফরা আর্চার, কিউনা মাফাকা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, নান্দ্রে বার্জার, রবীন্দ্র জাদেজা, রিয়ান পরাগ, স্যাম কারেন, সন্দীপ শর্মা, শিমরন হেটমায়ার, শিভাম দুবে, তুষার দেশপাণ্ডে, বৈভব সূর্যবংশী, যস্বী জয়সওয়াল এবং যুধবীর চারাক।
ছেড়ে দেয়া ক্রিকেটার- কুনাল রাঠোর, ভানিডু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, ফজল।









