ভারতীয় খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচের জন্য বিশ্রাম চাইলেও আইপিএলে কেনো এমন চান না সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার।
মাসের শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৬ সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, রিশভ পান্ট ও মোহাম্মাদ শামি থাকছেন না।
কোহলি এবং রোহিত ব্যাট হাতে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এবং নির্বাচকরা বেশ কয়েকটি সিরিজে তাদের বিশ্রাম দিয়ে চাপ কমানোর চেষ্টা করেছিলেন। গাভাস্কার আবার ক্রিকেটারদের এমন বিশ্রামের সমালোচনা করেছিলেন। তিনি মনে করেন, টি-টুয়েন্টি শরীরে কোনো প্রভাব ফেলে না।
‘আমি খেলোয়াড়দের (ভারতের ম্যাচ চলাকালীন) বিশ্রামের সঙ্গে একমত নই। একেবারেই না। আপনি ভারতের হয়ে খেলছেন। আইপিএল চলাকালীন বিশ্রাম নেন না, কিন্তু ভারতের হয়ে খেলার সময় বিশ্রাম নেন। আমি এটার সঙ্গে একমত নই।’
‘ভারতের হয়ে খেলতে হবে। বিশ্রামের কথা বলবেন না। টি-টুয়েন্টিতে এক ইনিংসে মাত্র ২০ ওভার থাকে। তাতে শরীরে কোনো প্রভাব পড়ে না। টেস্ট ম্যাচে শরীর এবং মন, দুটোতেই চাপ পড়ে।’
খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার কৌশল নিয়ে বিসিসিআইকে আরও কাজ করতে বলছেন গাভাস্কার। নিজের মতের পক্ষে তার জোরাল যুক্তি, গ্রেড এ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা ভালো পরিমাণ অর্থ উপার্জন করেন।
গাভাস্কার চান বিসিসিআই আরও পেশাদার হয়ে উঠুক। তার ভাষ্য, ক্রিকেটাররা নিয়মিত বিরতিতে বিশ্রাম পেতে চাইলে তাদের চুক্তি বাতিল করা উচিৎ।
‘আমি সত্যই মনে করি বিসিসিআইকে বিশ্রামের এই ধারণাটি খতিয়ে দেখা দরকার। এ গ্রেডের সব ক্রিকেটার খুব ভালো চুক্তি পেয়েছে। প্রতি ম্যাচের জন্য তারা অর্থ পায়।’
‘বলুন তো এমন কোনো কোম্পানি আছে যার সিইও বা এমডিরা এত ছুটি পান? মনে করি ভারতীয় ক্রিকেটকে আরও পেশাদার হতে একটা সীমারেখা টানা দরকার। যদি বিশ্রাম পেতে চান, তাহলে আপনার গ্যারান্টি কমাতে হবে। তারপর বিশ্রাম নিন। কারণ আপনি খেলতে চান না। কিন্তু কেউ কীভাবে বলতে পারে যে আমি ভারতীয় দলের হয়ে খেলতে চাই না? যে কারণে এই ধারণার সঙ্গে একমত নই আমি।’







