আইপিএল ১৮তম আসরের পর্দা নামছে আজ। কলকাতার ইডেনে গার্ডেন্সে জমকালো আয়োজনে গড়ার ২০২৫ আসর। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খান। বলিউড কিংবদন্তি মঞ্চে জুটি গড়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলির সাথে। শাহরুখের অনুরোধে নাচলেন কোহলিও।
অনুষ্ঠান চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা ব্যাটার বিরাট কোহলিকে মঞ্চে ডেকে নেন শাহরুখ। এরপর কোহলিকে ‘ঝুমে জো পাঠান’ গানের সঙ্গে নাচ করার জন্য অনুরোধ করেন। সেই অনুরোধ ফেলতে পারেননি কোহলি। শাহরুখকে অনুসরণ করে তিনিও পা মেলান। পাশেই দাঁড়িয়ে ছিলেন কলকাতা ব্যাটার রিঙ্কু সিং। কোহলির নাচ উপভোগ করছেন তিনিও।
উদ্বোধনী মঞ্চে শাহরুখের পাশাপাশি নাচের তালে সবাইকে নাচিয়েছেন বলিউড নায়িকা দিশা পাটানি। সুরের মূর্ছনা ছড়িয়েছেন বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে আগে ব্যাট করছে স্বাগতিক কলকাতা।









