চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের চলতি আসরের প্রথম ম্যাচে ঝলক দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চার উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। গুজরাট টাইটান্সের বিপক্ষে মোস্তাফিজকে নিয়ে মাঠে নেমেছে চেন্নাই।
চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে চেন্নাইকে আগে ব্যাটে আমন্ত্রণ জানিয়েছে গুজরাট অধিনায়ক শুভমন গিল।
কোনো পরিবর্তন ছাড়াই দল সাঁজিয়েছে গুজরাট। বর্তমান চ্যাম্পিয়নদের দলে একটি পরিবর্তন আছে। মাহেশ থিকসানার পরিবর্তে দলে এসেছেন মাথিশা পাথিরানা। যদিও পাথিরানাকে একাদশে রাখা হয়নি। বদলি হিসেবে দ্বিতীয় ইনিংসে দেখা মিলতে পারে তার।
চেন্নাইয়ের একাদশ: ঋতুরাজ গাইকোয়াড, রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিভাম ডুবে, রবীন্দ্র জাদেজা, সামীর রিজভী, মাহিন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মোস্তাফিজুর রহমান।
বদলি: মাথিশা পাথিরানা, শার্দুল ঠাকুর, শেখ রাশেদ, নিশান্ত সিন্ধু ও মিচেল স্যান্টনার।
গুজরাটের একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, আজমতউল্লাহ ওমরজাই, ডেভিড মিলার, বিজয় শংকর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, সাই কিষোর, উমেষ যাদব, মোহিত শর্মা ও স্পেন্সার জনসন।
বদলি: সাই সুর্দশন, বিআর শরৎ, অভিনভ মনোহর, মানব সুথার ও নুর আহমেদ।








