হতশ্রী আসর কাটাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হার দিয়ে আসর শুরু, দ্বিতীয় ম্যাচে জিতলেও সবশেষ ছয় ম্যাচেই হার দেখেছে দলটি। নিজেদের নবম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে দলটি। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ৩৫ রানে।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২০৬ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৮ উইকেটে ১৭১ রানে থামে হায়দরাবাদ।
জয় পেলেও টেবিলের তলানীতে অবস্থান বেঙ্গালুরুর। ৯ ম্যাচে তাদের জয় কেবল দুটিতে। অন্যদিকে সমান ম্যাচে ৫ জয়ে তিনে হায়দরাবাদ।
বেঙ্গালুরুর বিরাট কোহলি ধীরগতিতেই ব্যাট করেছেন। চারটি চার ও ১ ছক্কায় ৪৩ বলে ৫১ রান করে ফিরে যান। ঝড় তুলেছেন রজত পাতিদার। দুটি চার ও পাঁচ ছক্কায় ২০ বলে ৫০ রান করেন এই ব্যাটার। পাঁচটি চারে ২০ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন ক্যামেরুন গ্রিন। ১২ বলে ২৫ রান করেন পেপ ডু প্লেসিস।
স্বাগতিক বোলারদের মধ্যে জয়দেব উনকাট তিনটি এবং নাতারজন ২টি উইকেট নেন।
রানতাড়ায় নেমে হায়দরাবাদের ব্যাটারদের অধিকাংশই ব্যর্থ হয়েছেন। সর্বোচ্চ রানের ইনিংস ছিল শাহবাজ আহমেদের। একটি করে চার ও ছক্কায় ৩৭ বলে ৪০ রানের ইনিংস খেলেন। দুটি ছক্কা ও তিনটি চারে ১৩ বলে ৩১ রান করেন অভিষেক শর্মা। প্যাট কামিন্সও করেন ৩১ রান। ১৫ বলের ইনিংসে ছিল একটি চার ও তিনটি ছক্কার মার।
বেঙ্গালুরুর হয়ে ক্যামেরুন গ্রিন, করণ শর্মা ও স্বপ্নীল শর্মা দুটি করে উইকেট নেন।









