দুই সপ্তাহের জন্য আইপিএল থেকে ছিটকে গেছেন গুজরাট টাইটান্সের বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলার। চোটের কারণে আগামী দুই সপ্তাহ মাঠে নামতে পারবেন না সাউথ আফ্রিকার বাঁহাতি তারকা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষেও খেলতে নামেননি। তার পরিবর্তে খেলতে নামা কেন উইলিয়ামসন এ তথ্য জানিয়েছেন।
২০২২ সালে এ দলে যোগ দেয়ার পর অবিচ্ছেদ্য অংশ হয়েছেন মিলার। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন। সবশেষ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৬ বলে ২১ রানের ইনিংস ছিল তার।
ইনিংস বিরতির মাঝে নিউজিল্যান্ডের তারকা বলেন, ‘সবার সাথে নামতে পেরে ভালো লাগছে। দুই সপ্তাহের জন্য ডেভিড মিলারকে হারানো আমাদের জন্য হতাশাজনক।’
নিজেদের ইনিংস সম্পর্কে উইলিয়ামসন বলেন, ‘১৯৯ রান প্রতিযোগিতা করার মত একটি সংগ্রহ। আশা করছিলাম আমরা ভালোভাবে কাজ শেষ করতে পারব। শুভমন গিল অসাধারণ একজন খেলোয়াড়। সে সাহসিকতার সাথে দল পরিচালনা করছেন। ক্রমাগত আরও ভালো করবে।’
টেবিলে বর্তমানে সবার উপরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটান্সের অবস্থান ছয়ে।








