ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আবারও জরিমানার মুখে পড়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক রিশভ পান্ট। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১০৬ রানের বড় পরাজয়ের ম্যাচে টানা দ্বিতীয়বার জরিমানা গুনলেন। এবার জরিমানার পরিমাণও বেশি। সেরা একাদশ সঙ্গে একাদশের বাইরের ইমপ্যাক্ট খেলোয়াড়কেও জরিমানা করা হয়েছে।
দিল্লির বিপক্ষে ৭ উইকেট হারিয়ে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৭২ রান তুলেছিল কলকাতা। দিল্লি ১৬৬ রানের বেশি তুলতে পারেনি, যা কলকাতাকে ১০৬ রানের বিশাল জয় পেতে সাহায্য করে।
ম্যাচের পর বিসিসিআই বিবৃতিতে জানায়, স্লো ওভাররেটের কারণে দিল্লি অধিনায়ক পান্টকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। সেরা একাদশের বাইরেও ইমপ্যাক্ট খেলোয়াড়কে জরিমানা দিতে হবে। প্রতিজনের ৬ লাখ বা ম্যাচ ফি’র ২৫ শতাংশ কাটা যাবে।
‘দিল্লি ক্যাপিটালস অধিনায়ক রিশভ পান্টের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে স্লো ওভাররেটের জন্য জরিমানা করা হয়েছে। এটা যেহেতু মৌসুমে তার দলের দ্বিতীয় জরিমানা, এজন্য আইপিএলের নীতিমালা অনুযায়ী পান্টকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া ইমপ্যাক্ট খেলোয়াড়সহ সেরা একাদশের সবাইকে ৬ লাখ বা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।’
ধোনি-মোস্তাফিজদের চেন্নাই সুপার কিংসকে হারানো ম্যাচে একই কারণে জরিমানার মুখে পড়েছিলেন দিল্লি অধিনায়ক পান্ট।







