দাদীর মৃত্যুর কারণে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। পরিবর্তে নিলামের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালসে যোগ দিচ্ছেন সাউথ আফ্রিকান পেসার লিজার্ড উইলিয়ামস।
আন্তর্জাতিক ক্রিকেটে লিজার্ডের অভিজ্ঞতা খুব বেশি সমৃদ্ধ নয়। প্রোটিয়া জার্সিতে দুই টেস্ট, চার ওয়ানডে এবং ১১ টি-টুয়েন্টি খেলেছেন। সবধরনের স্বীকৃত টি-টুয়েন্টিতে ৮৩ ম্যাচে ১৯.৭৬ গড়ে পেয়েছেন ১০৬ উইকেট।
গতবছর ওয়ানডে বিশ্বকাপে সাউথ আফ্রিকার স্কোয়াডে ছিলেন। বাংলাদেশের বিপক্ষে কেবল খেলেছিলেন। নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-এর সবশেষ আসরে জোবার্গ সুপার কিংসের হয়ে ১৫ উইকেট তুলে তালিকার চারে ছিলেন।
দিল্লিতে পেসার হিসেবে এনরিখ নর্টজে, ইশান্ত শর্মা, খলিল আহমেদ, ঝাই রিচার্ডসন এবং মুকেশ কুমার রয়েছেন। পেস অলরাউন্ডার হিসেবে আছেন মিচেল মার্শ ও সুমিত কুমার। লুনগি এনগিডি পিঠের চোটে আসর থেকে সরে গেছেন।
হ্যামস্ট্রিং চোটে আগামী একসপ্তাহ মাঠে নামতে পারবেন না মিচেল মার্শ। তার অভাব পূরণে ব্রুকের পরিবর্তে কোনো ব্যাটার না নিয়ে ডানহাতি পেসার লিজার্ডকে দলে টানা হল।
চলতি আইপিএলে দিল্লির পারফরম্যান্স একবারে বিবর্ণ। পাঁচ ম্যাচে মাত্র এক জয়ে ১০ দলের মধ্যে টেবিলের তলানিতে তারা।







