ভারত জার্সিতে প্রায় একবছর আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন হার্শাল প্যাটেল। ২৫ ম্যাচের টি-টুয়েন্টি ক্যারিয়ারে ২৫.৫৫ গড়ে ৯.১৮ ইকোনমি রেটে পেয়েছেন ২৯ উইকেট। পরিসংখ্যানে আহামরি কিছু নেই। আইপিএল নিলামে সেই হার্শালকে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস।
দুই কোটি রুপির ভিত্তিমূল্যে থাকা ৩৩ বর্ষী পেস-অলরাউন্ডারকে নিয়ে গুজরাট টাইটান্সের সঙ্গে কাড়াকাড়িতে নেমেছিল পাঞ্জাব। বলিউড তারকা প্রীতি জিনতার ফ্র্যাঞ্চাইজি ডানহাতি বোলারকে শেষপর্যন্ত দলে টানতে পেরে তিনি ছিলেন উচ্ছ্বসিত।
কিউই ব্যাটার ড্যারিল মিচেলও পেয়েছেন চড়া দাম। এক কোটি ভিত্তিমূল্যে থাকলেও ৩২ বর্ষী অলরাউন্ডারকে নিয়ে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির ছিল বাড়তি আগ্রহ। পাঞ্জাব কিংসের সঙ্গে লড়াই জমিয়ে তুলেছিল চেন্নাই সুপার কিংস। শেষে ১৪ কোটি রুপিতে মিচেলকে কিনে নেয় চেন্নাই।
ডানহাতি প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজেকে ৫ কোটি রুপিতে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস তাকে টানার চেষ্টায় ব্যর্থ হয়।
ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকসের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খানিক দর হাঁকানোর পর তাকে ৪ কোটি ২০ লাখ রুপিতে পায় পাঞ্জাব কিংস।








