আইপিএল নিলামের ইতিহাসে সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়েছেন ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। তাকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছে সানরাইজার্স হায়দরাবাদ। সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে অজিম্যান জানিয়েছেন, তর সইছে না।
২০২৪ আসরের নিলামে দ্বিতীয় সেটে কামিন্সের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তার প্রতি আগ্রহ দেখায় মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। পরে অরেঞ্জ আর্মিরা তাকে নিজেদের করে নেয়।
৩০ বর্ষী ডানহাতি পেসার রেকর্ড গড়ে বলেছেন, ‘আমি অরেঞ্জ আর্মিদের ব্যাপারে অনেক শুনেছি। হায়দরাবাদে অল্প কয়েকবার খেলেছি এবং সেটা সবসময় পছন্দ করতাম। তাদের হয়ে খেলার জন্য তাই আর তর সইছে না।’
ওয়ানডে বিশ্বকাপজয়ী অজি অলরাউন্ডার ট্রাভিস হেডকে আইপিএলে সতীর্থ পাচ্ছেন কামিন্স। হেডকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে কিনেছে সানরাইজার্স। ক্যাঙ্গারুদের অধিনায়কের আনন্দে এটি বাড়তি মাত্রা যোগ করেছে।
কামিন্সের ভাষ্য, ‘আরেক অজি হেডকেও সেখানে দেখতে পাবো। আমি মনে করি এই মৌসুমে আমরা অনেক মজা করতে চলেছি এবং আশা করছি প্রচুর সাফল্য পাবো।’







