টানা চার ম্যাচে হার। ছন্দে ফেরার জন্য একটা জয় দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের। অবশেষে দেখা মিলেছে সেটির। ব্যাট হাতে জেসন রয়ের ফিফটির পর বল হাতে বরুণ চক্রবর্তীর দাপুটে বোলিংয়ে আসরের তৃতীয় জয় পেয়েছে নিতিশ রানার দল। ২১ রানে হারিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে।
ঘরের মাঠে টস জিতে কলকাতাকে ব্যাটে পাঠিয়েছিল বেঙ্গালোর। আগে ব্যাটে নেমে ফয়দা তুলেছে নাইট রাইডার্স ব্যাটাররা। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে সংগ্রহ করে ২০০ রান। জবাবে ব্যাটে নেমে ৮ উইকেটে ১৭৯ রানে থামে বেঙ্গালোরের ইনিংস। ৮ ম্যাচে তিন জয়ে টেবিলের সাতে আসল কলকাতা। সমান ম্যাচে ৪ জয়ে পাঁচে বেঙ্গালোর।
বেঙ্গালুরুতে দুর্দান্ত শুরু পায় কলকাতা। উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। ৯.২ ওভারে ২৯ বলে ২৭ রান করে ফেরেন নারায়ণ জগদীশেন। ৪ বল পরে দলীয় ৮৮তে আউট হন আরেক ওপেনার জেসন রয়। ২৯ বলে ৫৬ রানে ঝড়ো ইনিংস খেলে যান। তৃতীয় উইকেট জুটিতে কলকাতার সংগ্রহ বাড়ান নিতিশ রানা ও ভেঙ্কটেশ আয়ার। ১৭.২ ওভারে ১৬৮ রানে সাজঘরের পথ ধরেন নিতিশ। ২১ বলে ৪৮ রান করেন কলকাতা অধিনায়ক। ২ বল পর ফেরেন আয়ার। ২৬ বলে ৩১ রান করে।
উনিশতম ওভারের শেষ বলে ১৮৫ রানে ফেরেন আন্দ্রে রাসেল। ২ বলে ১ রান করেন ক্য়ারিবীয় অলরাউন্ডার। শেষঅবধি রিংকুর ১০ বলে ১৮ রান ও ডেভিড ওয়াইজের ৩ বলে ১২ রানে কলকাতার সংগ্রহ দাঁড়ায় দুইশ রান।
বেঙ্গালোরের হয়ে দুটি করে উইকেট নেন বিজয়কুমার ও হাসারাঙ্গা। মোহাম্মদ সিরাজ নেন একটি উইকেট।
জবাবে নেমে স্বাগতিকদের শুরুটাও খারাপ হয়নি। ২.২ ওভারে ৩১ রানে পতন হয় প্রথম উইকেটের। ডু প্লেসিস ফেরেন ৭ বলে ১৭ রান করে। ৪.৪ ওভারে দলীয় ৫১ রানে আউট হন শাহবাজ আহমেদ। ৫ বলে ২ রান করে। চারে নামা ম্যাক্সওয়েল ছিলেন অনুজ্জ্বল। ৪ বলে ৫ রান করে ফেরেন দলীয় ৫৮ রানে।
চতুর্থ উইকেটে মহিপালকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন ওপেনিংয়ে নামা বিরাট কোহলি। ১১.৩ ওভারে ১১৩ রানে আউট হন মহিপাল। ১৮ বলে ৩৪ রান করে। পরের ওভারেই ফেরেন কোহলি। ৩৭ বলে ৫৪ রান করেন বেঙ্গালোর অধিনায়ক। এরপর ধারবাহিকভাবে আরও তিন উইকেট হারায় স্বাগতিক দলটি। শেষ অবধি ৮ উইকেটে ১৭৯ রানে থামে ইনিংস।
কলকাতার হয়ে ৩টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। দুটি করে নিয়েছেন আন্দ্রে রাসেল ও সুয়াশ শর্মা।








