এক ম্যাচ হাতে রেখে আগেই প্লে-অফ নিশ্চিত হয়েছিল গুজরাট টাইটান্সের। এমনকি টেবিলের শীর্ষস্থানও। এবার দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দিল্লিকে হারিয়েছে ৭৭ রানে।
দিল্লির ঘরের মাঠে টস জিতে আগে ব্যাট করে ৩ উইকেটে ২২৩ রানের সংগ্রহ পায় চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাটে নেমে ৯ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। এ জয়ে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফে খেলবে ধোনির দল। অন্যদিকে ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে থেকে আসর শেষ করল ডেভিড ওয়ার্নারের দল।
দিল্লিতে আগে ব্যাটে নেমে প্রথম উইকেট জুটিতে শতাধিক রানের সংগ্রহ পায় অতিথি দল। ১৪.৩ ওভারে হারায় প্রথম উইকেট। তার আগে সংগ্রহ দাঁড়ায় ১৪১ রান। ঋতুরাজ গাইকওয়াদ ফেরেন ৫০ বলে ৭৯ রানের ইনিংস খেলে। আঠারোতম ওভারের শেষ বলে ১৯৫ রানে চেন্নাই দ্বিতীয় উইকেট হারায়। তিনে নামা শিবাম ডুবে ফেরেন ৯ বলে ২২ রান করে।
দুই বল পরেই ফেরেন ওপেনিংয়ে ব্যাট করতে নামা ডেভন কনওয়ে। ৫২ বলে ৮৭ রান করেন এই ব্যাটার। এরপর জাদেজা ও ধোনির ব্যাটে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ২২৩ রানের সংগ্রহ পায় চেন্নাই। ৭ বলে ২০ করে অপরাজিত ছিলেন জাদেজা, ধোনি ৪ বলে ৫ রানে।
দিল্লির হয়ে একটি করে উইকেট নেন এনরিক নতরজি, চেতন সাকারিয়া ও খলিল আহমেদ।
জবাবে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। এক প্রান্ত ডেভিড ওয়ার্নার আগলে রাখলেও অন্য প্রান্তে ধারাবাহিকভাবে উইকেট হারায় স্বাগতিক দল। ১৮.৩ ওভারে দলীয় ১৪৪ রানে ওয়ার্নার আউট হওয়ার আগে ফেরেন ৬ ব্যাটার। তাদের মাঝে দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন মাত্র দুই জন- যশ দয়াল ১৫ বলে ১৩ ও অক্ষর প্যাটেল ৮ বলে ১৫ রান। দিল্লি অধিনায়ক করেছেন ৫৮ বলে ৮৬ রান।
এরপর ইনিংসের শেষ ওভারে আরও দুই উইকেট হারায় চেন্নাই। শেষ অবধি ৯ উইকেটে সংগ্রহ করে ১৪৬ রান।
চেন্নাইয়ের হয়ে তিন উইকেট নেন দ্বীপক চাহার। থিকসানা ও মাথেশা পাথিরানা নেন দুটি করে উইকেট। এছাড়া জাদেজা ও তুষার দেশপান্ডে নেন একটি করে উইকেট।







