পরাজয় দিয়েই আইপিএলের এবারের আসর শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। তবে টানা দুই ম্যাচ জিতে শিরোপার দাবি দলটি পাকাপোক্ত করছে। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৭ উইকেটে জিতে মাঠ ছেড়েছে মহেন্দ্র সিং ধোনির দল।
শনিবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা মুম্বাই ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ১৫৭ রান। জবাবে চেন্নাই ১১ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
মুম্বাইয়ের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। গড়তে পারেননি বড় জুটিও। ওপেনার রোহিত শর্মা ১৩ বলে ৩ চার ও এক ছক্কায় করেন ২১ রান। আরেক ওপেনার ঈশান কিষাণ ২১ বলে ৫ চারে ৩২ রান করেন। পাঁচে নামা তিলক ভার্মা ২২ ও সাত নম্বরে ক্রিজে আসা টিম ডেভিড করেন ২২ বলে ৩২ রান।
রবীন্দ্র জাদেজা চেন্নাইয়ের পক্ষে ২০ রান খরচায় নেন ৩ উইকেট। এছাড়া মিচেল স্যান্টনার ও তুষার দেশপাণ্ডে দুটি এবং সিসান্দা মাগালা পান একটি উইকেট।
দলীয় রানের খাতা খোলার আগেই জেসন বেহরেনডর্ফের বলে বোল্ড হন চেন্নাইয়ের ওপেনার ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেটে ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে ৮২ রানের জুটি গড়েন আজিঙ্কা রাহানে। বাইশ গজে ঝড় তোলা রাহানে সাজঘরে ফেরার আগে ২৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ২২৫.৯২ স্ট্রাইকরেটে ৬১ রানের ইনিংস খেলেন।
তৃতীয় উইকেটে শিভম দুবেকে নিয়ে ৪৩ রান যোগ করেন ঋতুরাজ। ২৮ রান করে দুবে ফিরলে জুটি ভাঙে। এরপর ২০ রানে অপরাজিত থাকা আম্বাতি রাইডুকে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ৪০ রান করা ঋতুরাজ।
মুম্বাইয়ের পক্ষে বেহরেনডর্ফ, পীযুষ চাওলা ও কুমার কার্তিকেয়া একটি করে উইকেট পান।









