নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্ণৌ ব্যাটারদের খুব বেশি একটা রান সংগ্রহ করতে দেননি চেন্নাই বোলাররা। ইনিংস শেষ হবার ৪ বল বাকী থাকতেই হানা দেয় বৃষ্টি। শেষ অবধি বৃষ্টি না থামায় ম্যাচ ভেস্তে যায় কোনো ফলাফল ছাড়াই।
লক্ষ্ণৌতে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল। ১৯.২ ওভার খেলা শেষ হবার পর হানা দেয় বৃষ্টি। তার আগে লক্ষ্ণৌ সংগ্রহ করে ৭ উইকেটে ১২৫ রান। এরপর বৃষ্টি না থামায় পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ করে দুই দল। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আসলো লক্ষ্ণৌ। সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে তিনে চেন্নাই।
ঘরের মাঠে শুরুটা ভালো হয়নি লক্ষ্ণৌর। ৪৪ রানেই ফেরেন পাঁচ ব্যাটার। ষষ্ঠ উইকেট জুটিতে ৫৯ রান সংগ্রহ করেন নিকোলাস পুরান ও আয়ুশ বাদোনি। ১৭.৪ ওভারে দলীয় ১০৩ রানে ফেরেন পুরান। ৩১ বলে ২০ রান করেন তিনি। ১৯.২ ওভারে ১২৫ রানে ফেরেন গৌতম। এরপরই হানা দেয় বৃষ্টি। আয়ুশ অপরাজিত ছিলেন ৩৩ বলে ৫৯ রান করে।
চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন থিকসানা, মাথিশা ও মঈন আলী। জাদেজা নিয়েছেন একটি।
বৃষ্টি থামার জন্য অপেক্ষা করেছিল দুই দল। সাড়ে ছয়টা নাগাদ থেমেছিল বৃষ্টি। ধারণা করা হচ্ছিল সাড়ে সাতটার দিকে পাঁচ ওভারের জন্য গড়াবে ম্যাচ। তবে মাঠের পরিস্থিতি খেলার উপযোগী না থাকায় ৬ টা ৫৬ মিনিটে পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ করা হয়।








