ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ বলেছেন, তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন না। আগামী বছর দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর তৃতীয়বার আর দায়িত্ব নিতে চান না। ৭০ বর্ষী বাখ প্যারিস অলিম্পিকের শেষদিনে এটি জানিয়েছেন।
বাখ বলেছেন, ‘১২ বছর আইওসি’র দায়িত্ব পালন শেষে নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে আমাদের সংগঠনটি সর্বোত্তমভাবে পরিচালিত হবে। আমি সেরা পরিচালক নই। নতুন নেতাদের জন্য নতুন সময় অপেক্ষা করছে। পরিবর্তন বা পরিবর্তন করা।’
‘আইওসির বিশ্বাসযোগ্যতা রক্ষা করার জন্য আমাদের সকলকে এবং বিশেষ করে সভাপতি হিসেবে, আমরা নিজেদের জন্য যে সুশাসনের সর্বোচ্চ মান নির্ধারণ করেছি তা সম্মান করতে হবে। আমাদের অলিম্পিক আন্দোলন জারি থাকবে।’
জার্মানির সাবেক অ্যাথলেট বাখ ২০১৩ সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব নেন। আইওসি’র ১৪২তম অধিবেশনে দায়িত্ব পেয়েছিলেন। আগামী বছরের মার্চে নতুন সভাপতি নির্বাচন করা হবে।









