ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে খেলতে এসেছিল ইন্টার মিলান। প্রথম ২০ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর শুরু হয় লামিন ইয়ামাল শো। পুরোটা সময় স্পেনের কৈশোর না পেরনো তারকাকে থামাতে তিন খেলোয়াড় কাজে লাগাতে হয়েছে ইন্টারকে। বার্সেলোনার তরুণ প্রতিভা নিয়ে ইন্টার কোচ সিমিওনে ইনজাঘি পরে বলেছেন, ৫০ বছরে একবার জন্মায় এমন প্রতিভা।
ম্যাচ নিয়ে ইনজাঘি বলেছেন, ‘আমি গর্বিত যেভাবে অসাধারণ খেলোয়াড়দের একটি দল বার্সেলোনায় এসে বিশ্বের সবচেয়ে আক্রমণাত্মক, ফর্মে থাকা দলের বিপক্ষে পারফরম্যান্স দেখিয়েছে। বার্সায় ইয়ামালের মতো খেলোয়াড় আছে যাকে থামানো কঠিন। ভালো শুরুর পরও প্রথমার্ধের শেষের ২৫ মিনিট অনেক সমস্যার মুখোমুখি হয়েছি।’
‘তার মতো খেলোয়াড় আমি আগে সরাসরি দেখিনি, যার জন্য দুই জনকে দিয়ে পাহারা দিতে হয়েছে। তার মতো প্রতিভা ৫০ বছরে একবার জন্মায়। আজকে তার খেলা দেখে আমি সত্যিই মুগ্ধ।’
ইন্টার মিলানের বিপক্ষে প্রথম গোল ইয়ামালের মৌসুমের ১৫তম। ম্যাচের পুরোটা সময় লেফট ব্যাক ডি মার্কোকো নাচিয়েছেন তিনি। তার দুটি বল ক্রসবারে লাগে, বেশকিছু সুযোগও হাতছাড়া হয় ইয়ামালের।
অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে সেমির প্রথম লেগে ইন্টারের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। এদিন মৌসুমের রেকর্ড ৫০ হাজার ৩১৪ দর্শকের উপস্থিতি মিলেছে মাঠে, যা চলতি মৌসুমে অলিম্পিক স্টেডিয়ামে সর্বোচ্চ। আবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে এতবেশি গোলের ড্র ম্যাচ ১৯৯৯ সালের পর প্রথম দেখল ফুটবলবিশ্ব।









