জার্মানির বায়ার্ন মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগের এ মৌসুমের ফাইনালে নামছে ইন্টার মিলান ও প্যারিস সেইন্ট জার্মেইন। কিছুক্ষণ পর দেখা যাবে ইউরোপীয়ান দুই জায়ান্টের মাঠের লড়াই। তার আগে নিজেদের মত প্রকাশ করেছেন দুই কোচ ইন্টারের সিমিওনে ইনজাগি ও পিএসজির লুইস এনরিকে।
প্যারিস সেইন্ট জার্মেইনের কোচ এনরিকে বলেছেন, ‘তিন বছরের মধ্যে ইন্টার মিলানের এটি দ্বিতীয় ফাইনাল। তারা তৈরি আছে। দলে তাদের খুব বেশি পরিবর্তন আসেনি। সেট পিস থেকে তারা ভালোই আধিপত্য বিস্তার করতে পারে। সঠিক মানসিকতা নিয়ে ফাইনালে যাওয়া আমাদের ব্যাপার।’
‘এ মৌসুমে আমরা অনেক উন্নতি করেছি এবং খেলোয়াড়রা অনেক উন্নতি করেছে। আমার মনে হয় দলের শক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোচ হিসেবে বহু বছরের অভিজ্ঞতার পর আপনি প্রতিদিন কিছু না কিছু শিখেন এবং এ দলের সাথে আমি সব সময় উন্নতি করছি।’
ইন্টার মিলানের কোচ ইনজাগি বলছেন, ‘খেলোয়াড়রা অসাধারণ কিছু করেছে। আমরা বায়ার্ন এবং বার্সেলোনার মতো দুটি বিশ্বমানের দলের বিরুদ্ধে চারটি অসাধারণ খেলা খেলেছি। ভক্তদের সাথে এখানে ফাইনালে পৌঁছানোর এ উদযাপন করা দারুণ ছিল।’
ফাইনালে চ্যাম্পিয়ন দর পাবে বাংলাদেশি মুদ্রায় ২৭৬ কোটি ৮৪ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ২১৪ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকা। ফাইনাল হচ্ছে বুন্দেসলিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। ২০১২ সালের পর এখানে আর কোনো ফাইনাল হয়নি।









