এসি মিলানের বিপক্ষে দুই লেগেই জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ অথবা ম্যানচেস্টার সিটি। কে হচ্ছে প্রতিপক্ষ, নিশ্চিত হবে বুধবার রাতে। ইন্টার কোচ সিমোন ইনজাঘি অবশ্য স্বীকার করে নিচ্ছেন, ফাইনালে প্রতিপক্ষ যে-ই হোক, তার দল হবে আন্ডারডগ।
সান সিরোতে ফিরতি লেগে মঙ্গলবার রাতে ম্যাচের পর ইনজাঘি বলেছেন, ‘যখন সিটি বা রিয়ালের মুখোমুখি হবেন, আন্ডারডগ হিসেবেই খেলা শুরু করবেন। এটাই স্বাভাবিক ব্যাপার। তবে ফুটবলে সম্ভাবনা সবসময় উন্মুক্ত থাকে।’
‘আমরা গতবছর রিয়াল মাদ্রিদের সঙ্গে দুবার মুখোমুখি হয়েছি এবং দুবারই হারলেও ভালো খেলেছি। ম্যানচেস্টার সিটিকে নিয়ে বলার কিছু নেই। কে ফাইনালে আসবে সেটাই আমরা দেখব।’
গত সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল ও ম্যানসিটির ম্যাচ ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয় লেগও যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তার আভাস পাওয়া যাচ্ছে। ইনজাঘি নিজেও ক্ল্যাসিক ম্যাচ দেখার অপেক্ষায়।
‘ম্যাচটি দেখব। যেমন প্রথম লেগ দেখেছিলাম। অবশ্যই আমরা দলের সবাই ম্যাচটি গভীরভাবে পর্যবেক্ষণ করব।’
সিরি আ-তে চলতি মৌসুমে টেবিলের তিনে রয়েছে ইন্টার। কোপা ইতালিয়ার ফাইনালে ২৪মে তাদের প্রতিপক্ষ ফিওরেন্টিনা।









