প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গভীর সমুদ্র সম্পদ আহরণে আমাদের বিনিয়োগের প্রয়োজন। এই জন্য তিনি বিনিয়োগকারীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।
বৃহস্পতিবার ১৮ জুলাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এগ্রিকালচার একুয়াকালচার এন্ড সি-ফুড শো-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথা বলেন।
তিনি বলেন, আমাদের জিডিপিতে মাছের অবদান ২ দশমিক ৫ শতাংশ। অনেক মানুষ মৎস্য উৎপাদনের সাথে জড়িত। আমি যুব সমাজকে এই মাছ চাষের দিকে নজর দিতে বলবো।
তিনি আরও বলেন, এসএমই ফান্ড থেকে আমরা ছেলে-মেয়ে উভয়কেই ঋণ দিয়ে থাকি। আমি আশা করি, ব্লু ইকনোমিতে আমরা আরও সমৃদ্ধ হতে পারব।









