স্বাক্ষর জালিয়াতি মামলায় সাংবাদিক দম্পতি নাজমুল হোসেন ও তার স্ত্রী শারমিন সুলতানার বিরুদ্ধে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
লেখক ও সম্পাদক অমিতাভ দেউরীর করা মামলায় আজ মঙ্গলবার ৫ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আমলি আদালত সিআইডিকে তদন্ত রিপোর্ট জমা দেবার নির্দেশনা দেন।
সাংবাদিক দম্পতি নাজমুল হোসেন ও তার স্ত্রী শারমিন সুলতানার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ জেল থেকে প্রকাশিত বঙ্গবন্ধু বিষয়ক দুইটি সরকারি বইয়ের গ্রন্থস্বত্ব ও মেধাস্বত্ব চুরির মাধ্যমে প্রায় ২১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মালিকানাধীন ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ বইটির সম্পাদক অমিতাভ দেউরীর।
মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু বুক কর্নার’ প্রকল্পে দেশের ৬৫৭০০ প্রাথমিক বিদ্যালয়ের জন্য বই কেনে। সেসময় একাধিক গণমাধ্যমে প্রকল্পের ক্রয় নিয়ে অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ প্রচারিত হয়। এরই প্রেক্ষিতে ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন জনস্বার্থে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। স্বাক্ষর জালিয়াতি মামলার বাদী অমিতাভ দেউরীর অভিযোগ করেন, সেই রিট মামলায় নাজমুল ও তার স্ত্রী শারমিন অমিতাভের স্বাক্ষর নকল করে ভুয়া মানি রিসিট ও জাল প্রত্যয়ন পত্র তৈরি করেন এবং আদালতে জমা দেন। মানি রিসিটে দেয়া তারিখে অমিতাভ দেউরীর দেশে ছিলেন না বলে দাবি করেছেন।
জার্নি মাল্টিমিডিয়া লিমিটেডের চেয়ারম্যান শারমীন সুলতানা ও ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন স্বামী-স্ত্রী। নাজমুল হোসেন বেসরকারি চ্যানেল দীপ্ত টিভিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সংগ্রহে প্রধানমন্ত্রীর কার্যালয় বিটে কর্মরত ছিলেন। শারমিন সুলতানাও একই টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠ ও উপস্থাপনা করতেন।









