বাংলাদেশের টেক্সটাইল শিল্পের গুণগত মানের নিশ্চয়তা দিতে অত্যাধুনিক ডিজিটাল প্লাটফর্ম ‘আইকেয়ার’ চালু করেছে ইন্টারটেক। ‘কয়েকটি ক্লিকেই সম্পূর্ণ কোয়ালিটি’ স্লোগান নিয়ে চালু করা এই ডিজিটাল প্লাটফর্মটি ল্যাব টেস্টের শুরু থেকে শেষ পর্যন্ত নির্বিঘ্নে ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে সহায়তা করবে।
বিশ্বব্যাপী শিল্পখাতে টোটাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেবাদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইন্টারটেক গত নভেম্বরে তুরস্কে এবং মার্চে ভারতে উদ্ভাবনী ডিজিটাল প্লাটফর্ম ‘আইকেয়ার’ সফলভাবে চালু করেছে। গতকাল সোমবার ২৭ মে রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
ক্রমবর্ধমান নিয়ন্ত্রক নজরদারি এবং উঁচু মানের ভোক্তা প্রত্যাশার কারণে এটিআইসি ক্ষেত্রে গ্রাহকদের মধ্যে পরীক্ষাগারের নমুনা প্রক্রিয়াকরণ ও পরীক্ষার স্বচ্ছতা এবং অনুসরণযোগ্যতা বৃদ্ধির জন্য স্বতন্ত্র, সম্পূর্ণ সমাধানের ক্রমবর্ধমান চাহিদা বাড়ছে। আইকেয়ার ওয়ান-স্টপ বিজ্ঞান-ভিত্তিক গ্রাহক সেবার চমৎকার একক প্ল্যাটফর্ম যা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি গ্রাহকদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের পরীক্ষার প্রক্রিয়া নির্বিঘ্নে ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করার জন্য একটি অগ্রণী, নেতৃস্থানীয় সল্যুশন দিয়ে থাকে।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে টেক্সটাইল শিল্পের ভূমিকা অপরিসীম। এ প্রেক্ষাপটে, বাংলা ও ইংরেজিতে আইকেয়ার প্ল্যাটফর্ম চালু করার মাধ্যমে, স্থানীয় প্রস্তুতকারকদের সহজেই উচ্চমানের কোয়ালিটি অর্জনে সহায়তা করার জন্য ইন্টারটেক দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করছে।
আইকেয়ার, বিশ্বব্যাপী তাদের গ্রাহকদেরকে টেস্টের রিপোর্ট এবং বিশ্লেষণ অনলাইনে দেখতে এবং তাদের অভ্যন্তরীণ বিশেষজ্ঞ দলের সাথে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে যুক্ত হতে হতে পারবে, যা তাদের স্যাম্পল এবং পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে অধিকতর স্বচ্ছতা দিয়ে থাকবে।
ইন্টারটেক এর গ্লোবাল সফটলাইন্স এবং হার্ডলাইনসের প্রেসিডেন্ট এবং দক্ষিণ এশিয়ার রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ দাস বলেছেন, ”আইকেয়ার এর নেতৃস্থানীয় সক্ষমতাগুলো কেবলমাত্র বর্তমান গ্রাহক চাহিদার প্রতিক্রিয়া নয়, বরং ইন্টারটেক সফটলাইন্সের অগ্রণী উদ্ভাবনের প্রতিশ্রুতির একটি প্রমাণ।” ইন্টারটেক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান বলেন, “২০০০ সাল থেকে অডিট ও ইন্সপেকশন সেবা দিয়ে শুরু করে ইন্টারটেক বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর এবং সাভারের মতো গুরুত্বপূর্ণ স্থানে অত্যাধুনিক পরীক্ষাগার স্থাপন করার অগ্রগতিতে আমি গর্বিত।









