বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসি (বিএসসিপিএলসি) জানিয়েছে, সিস্টেম আপগ্রেডেশননের জন্য ৩০ অক্টোবর ও ৩১ অক্টোবর ১০ ঘণ্টা করে বিঘ্নিত হবে ইন্টারনেট সেবা।
রোববার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিএসসিপিএলসি জানিয়েছে, কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেব্ল (সি-মি-উই ৪) ‘সিস্টেমের আপগ্রেডেশন’ এর কাজ চলছে। যার জন্য সোমবার (৩০ অক্টোবর) এবং বুধবার (৩১ অক্টোবর) ইন্টারনেট সেবা ১০ ঘণ্টা করে বিঘ্নিত হতে পারে। রাত ২টা থেকে আগামী ১০ ঘণ্টা এই সমস্যা হতে পারে।
বিএসসিপিএলসি আরও জানিয়েছে, কাজ শেষ হলে ব্যান্ডউইথ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগার ঘটনায় দেশজুড়ে গ্রাহকেরা ইন্টারনেট বিঘ্নের শিকার হচ্ছেন। ওই টাওয়ারে ইন্টারনেট সেবাদাতাদের ডেটা সেন্টার ছিল। আগুন লাগার তিন দিন পরও ইন্টারনেট পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।








