বিটিআরসির প্রস্তাবিত নীতিমালায় ইন্টারনেটের দাম ২০ শতাংশ বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
আইএসপিএবি জানায়, প্রস্তাবিত নীতিমালায় দেশীয় আইএসপিগুলোর লাইসেন্স ফি ২৫ লাখ টাকা, অথচ আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্টারলিংকের জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১২ লাখ টাকা। সংগঠনটি এ পার্থক্যকে ‘দেশীয় উদ্যোক্তাদের প্রতি বৈষম্য’ হিসেবে উল্লেখ করেছে।
আইএসপিএবির দাবি, এ নীতিমালা কার্যকর হলে দেশের ছোট ও মাঝারি উদ্যোক্তারা টিকে থাকতে পারবে না, যার প্রভাব পড়বে সাধারণ ব্যবহারকারীদের ওপর, এবং ইন্টারনেট খরচ বাড়বে উল্লেখযোগ্যভাবে।
দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ চেয়েছে আইএসপিএবি।









