আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের দিন ভাষা সংগ্রামের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে গোটা জাতির সঙ্গে ক্রিকেটাররা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা ভেঙে ঘাতক বুলেটের সামনে বুক চিতিয়ে প্রাণ দেয়া শহীদদের ক্রিকেটাররা স্মরণ করলেন।
টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ফেসবুক পেজে লিখেছেন, ‘যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদেরজানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।’
তারকা উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস লিখেছেন, ‘দিনশেষে বাংলাতেই তৃষ্ণা মেটে। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদদেরকে কি ভুলতে পারি? ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’








