চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দু’বার ম্যাচসেরা হওয়ার রেসিপি জানালেন মিজানুর

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা চার ম্যাচ জিতে সবার আগে সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। টুর্নামেন্টে এপর্যন্ত দুবার ম্যাচসেরা হওয়া মিজানুর রহমান আলো কেড়েছেন।

শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে হাসিমুখে নিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। এরপর জানালেন দুবার ম্যাচসেরা হওয়ার রেসিপি।

‘একই টুর্নামেন্টে দু’বার ম্যাচসেরা হওয়ার রেসিপি একটাই- শতভাগ ফিট থাকা এবং নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারা। এবছর সবচেয়ে ভালো ফর্মে আছি। সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেললেই ফাইনালে উঠবো।’

‘এ নিয়ে দ্বিতীয়বারের মতো (এর আগে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচসেরা হন) ম্যান অব দ্য ম্যাচ হলাম। ভালো খেলতে পেরেছি। সবচেয়ে বড় কথা আজ বঙ্গবন্ধুর জন্মদিন। আমরা এই জয়টাকে তার প্রতি উৎসর্গ করলাম।’

এদিকে বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার বললেন, ‘প্রত্যেকটা ম্যাচেই প্রতিপক্ষ লড়াই করেছে। আমরাও লড়াই করে এবং ভালো খেলেই এখন সেমিফাইনালে খেলা নিশ্চিত করে ফেলেছি। আমরা আশা করছি এভাবেই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে সেমিফাইনালেও জিতবো।’

‘চাইনিজ তাইপে, থাইল্যান্ড, কেনিয়া সেমিতে এদের মধ্যে যারাই আমাদের প্রতিপক্ষ হোক না কেন, আমরা তাদের হারিয়ে ফাইনালে যেতে আত্মবিশ্বাসী। শিরোপা অক্ষুণ্ণ রাখতে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছি। এজন্য জয়ের কোন বিকল্প নেই। প্রতিটি জয়ই আমাদের আরও ভালো খেলতে অনুপ্রেরণা যোগাচ্ছে।’

‘প্রতিপক্ষ দল যেমন হয়, সেটা বুঝেই আমরা খেলে থাকি। সর্বশেষ আমরা নেপালের বিরুদ্ধে খেলেছি। নেপাল অন্য দলগুলোর চেয়ে আমাদের বেশি বেগ দিয়েছে। তাই আমরাও জিততে নেপালের বিরুদ্ধে সেভাবেই খেলেছি। সামনের ম্যাচে যত শক্তিশালী দল আসবে, আমরাও সেভাবেই খেলবো।’

ইংল্যান্ডের বিপক্ষে ছয় মিনিটের মাথায় ঘটে অঘটন। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ট্যাকল দিতে গিয়ে রাসেল হাসান ও রোমান হোসেনের মাথায় সংঘর্ষ হয়। এতে দুজনই রক্তাক্ত হন। রাসেল হেঁটে ম্যাট ছাড়লেও রোমান অজ্ঞান হয়ে যান। স্ট্রেচারে করে তাকে ম্যাটের বাইরে নেয়া হয়।

রাসেলের মাথায় ৫টি সেলাই লেগেছে বলে জানালেন তুহিন। রোমানের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তুহিন বললেন, ‘আসলেই খুব দুঃখজনক যে আমাদের মেইন বেস্ট সেভেনের দুজন খেলোয়াড় রোমান এবং রাসেল আজকের খেলায় মাথায় আঘাত পেয়েছে। তারা দুজনেই আমাদের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আশাকরি সেমির ম্যাচে তারা সুস্থ হয়ে কামব্যাক করবে এবং খেলবে।’