চমকে ভরা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় লেগের সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে উঠেছে ইন্টার মিলান। ঘরের মাঠ স্যান সিরোতে স্বাগতিকেরা জিতেছে ৪-৩ গোলে। এ জয়ে দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে জিতে ফাইনালে উঠল ইতালিয়ান জায়ান্টরা। বায়ার্ন মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে তাদের দেখা হতে পারে প্যারিস সেইন্ট জার্মেইন অথবা আর্সেনালের।
ন্যু ক্যাম্পে প্রথম লেগের সেমিফাইনালের মত দ্বিতীয় লেগও জমেছিল স্যানসিরোতে। লৌতারো মার্টিনেজ ও ক্যালাহানগ্লু পেনাল্টির গোলে ইন্টার মিলান প্রথমার্ধে ২ গোলে এগিয়ে ছিল। তবে নেরাজ্জুরিরা ধরে রাখতে পারেনি সেই লিড, বিরতি থেকে ফিরে প্রথম ১৫ মিনিটে ২ গোল করেন এরিক গার্সিয়া ও দানি ওলমো, ম্যাচে সমতা ফেরায় বার্সেলোনা। ৮৭ মিনিটে রাফিনহার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা, ৯৪ মিনিটে আকের্বি ইন্টার মিলানকে ৩-৩ সমতায় ফেরালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। এরপর যোগ করা অতিরিক্ত সময়ের ৯ মিনিটে ইন্টারের হয়ে জয়সূচক গোল করেন আগুস্তো।
ঘরের মাঠে বার্সেলোনার উপর প্রথম থেকে চেপে বসেছিল স্বাগতিকেরা। শুরু থেকেই চেপে বসা মার্টিনেজ-থুরামরা গোল পেতেও বেশি সময় নেননি। ২১ মিনিটে বার্সার ভুলে বাস্তোনির পাস, ফাঁকা বারে গোল করেন ইন্টার অধিনায়ক লৌতারে মার্টিনেজ, ১-০ গোলে এগিয়ে যায় ইন্টার।
গোল হজম করে মরিয়া হয়ে উঠা বার্সেলোনার ফেরান তরেস, রাফিনহা নিশ্চিত সমতায় আসার বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে। বিপরীতে নেরাজ্জুরিদেরও কয়েকটি সুযোগ হাতছাড়া হয়। ৪১ মিনিটে ইন্টারের কাউন্টার অ্যাটাকে ডি বক্সে মার্টিনেজকে ফাউল করে বসেন কিউবার্সি, রেফারি ভিএআর দেখে পেনাল্টি দেন। ক্যালাহানগ্লু পেনাল্টি থেকে গোল করে ২-০ গোলে এগিয়ে দেন ইন্টারকে।
বিরতি থেকে ফিরে আবার গোল করেন ইন্টারের আকের্বি যদিও তা অফসাইতে বাতিল হয়ে যায়। ৫৪ মিনিটে দানি ওলমোর পাসে দুর্দান্ত শটে গোল করেন এরিক গার্সিয়া, ম্যাচে ২-১ সমতায় ফেরে বার্সেলোনা। দুই মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে গার্সিয়ার নেয়া নিশ্চিত গোলের শট ঠেকিয়ে দেন ইয়ান সমার। ৫৯ মিনিটে বাসার্কে আর ঠেকাতে পারেনি ইন্টার, এবার ওলমোর হেডে গোল করে ২-২ সমতায় আসে বার্সা।

সমতায় ফিরে আরও আক্রমণাত্মক হয়ে উঠে স্প্যানিশ জায়ান্টরা। ৬৮ মিনিটে লামিন ইয়ামালকে ফাউল করায় পেনাল্টি দেন রেফারি, তবে ভিএআর দেখে ডি বক্সের ইঞ্চিখানেক বাইরে থাকায় সেট পিস তারা। ৭৫ মিনিটের দিকে লামিন ইয়ামালের বাঁ পায়ের বাকানো শট ঠেকিয়ে দেন সমার। দ্বিতীয়ার্ধে ইন্টারের প্রায় সব আক্রমণ অফসাইডে বাতিল হয়ে যায়।
৮৭ মিনিটে বার্সেলোনার সেই কাঙ্খিত মুহুর্ত আসে। এবার গোল করেন ব্রাজিলিয়ান রাফিনহা। ইন্টার গোলকিপার ইয়ান সমার রাফিনহার প্রথম শট ঠেকিয়ে দিলেও দ্বিতীয়বার বল আসে রাফিনহার কাছে। এবার আর গোল করতে ভোলেননি এ তারকা, ম্যাচে প্রথমবার এগিয়ে যায় বার্সা, স্কোরলাইন হয় ৩-২ গোল।

ইন্টারের জন্য চমকের বাকি তখনও। যোগ করা পাঁচ মিনিটের চতুর্থ মিনিটে অপ্রত্যাশিতভাবে ম্যাচে সমতায় ফেরে ইতালিয়ানরা। জেরেমি আকের্বি গোল করলে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-৩। দুই লেগে ৬-৬ সমতা নিয়ে নির্ধারিত সময়ের খেলা অতিরিক্তি সময়ে গড়ায়।
৯৯ মিনিটে আবারও এগিয়ে যায় ইন্টার মিলান। এবার গোল করেন আগুস্তো, ম্যাচে ৪-৩ গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। যোগ করা সময়ে সমতায় ফেরার আরও কিছু সুযোগ পায় বার্সেলোনা, তবে ইন্টার মিলানের গোলকিপার ইয়ান সমারের বীরত্বে গোলই করতে পারেনি বার্সা। বার্সার নেয়া ১৪টি শট ঠেকিয়ে দেন সুইজারল্যান্ডের এ গোলকিপার।
সেমিফাইনালের প্রথম লেগে বাসা-ইন্টার কোনো দলই জিততে পারেনি। ন্যু ক্যাম্পে প্রথম লেগের খেলায় তিনবার এগিয়ে যায় ইন্টার তিনবার সমতা ফেরায় বার্সেলোনা। পরে সেই খেলা শেষ হয়েছিল ৩-৩ গোলের সমতায়।









