ব্রাজিলিয়ান ক্লাব ‘গ্রেমিও ফুটবল পোর্তো অ্যালেগ্রেন্সে’ গত জানুয়ারিতে যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ। গ্রেমিওর ঘরের মাঠে ৩০ হাজার দর্শকের সামনে তাকে পরিচয় করিয়ে দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। ঘটনার ছয় মাস পার না হতেই উরুগুইয়ান ফরোয়ার্ড দল পাল্টাতে চাইছেন। সাবেক ক্লাব সতীর্থ লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যেতে মরিয়া তিনি।
গণমাধ্যমে খবর, ছয় মাসের বেতন ফেরত দিয়ে হলেও মীমাংসার মাধ্যমে মেসি, সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবার সঙ্গে মিয়ামির হয়ে খেলার জন্য প্রস্তুত সুয়ারেজ। পাশাপাশি চুক্তি বাতিলের জন্য তিনি আরও অর্থ প্রদান করতে পারেন।
সুয়ারেজের বর্তমান পরিস্থিতিকে সমস্যা উল্লেখ করেছেন গ্রেমিওর কোচ রেনাতো গাউচো। তার ভাষ্য, ‘লুইস এখন এমন একটি সমস্যা যার সমাধান ক্লাব সভাপতির হাতে আছে। একজন কোচ হিসেবে দলকে নেতৃত্ব দেয়ার দিকে আমার নজর দিতে হবে। পুরো ঘটনা মেক্সিকান সোপ অপেরার মতো মনে হচ্ছে, যা এখনই শেষ হওয়া উচিৎ। ২ আগস্ট পর্যন্ত আমি চুপচাপ থাকব, তারপর আমরা কীভাবে চালিয়ে যাই তা দেখব।’
লিওনেল মেসির পরামর্শেই ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে গিয়েছিলেন ৩৬ বর্ষী সুয়ারেজ। গত জুনে তিনি উরুগুয়ের এক পত্রিকায় সাক্ষাৎকারে বলেছিলেন, মিয়ামিতে যোগ দেয়ার ব্যাপারে কোনো আলোচনাই হয়নি। তাছাড়া ব্রাজিলের ক্লাবটিতে এখনও ১৮ মাস বাকি আছে চুক্তির।
তারকা ফুটবলার তখন বলেছিলেন, ‘এটি মিথ্যা এবং অসম্ভব। আমি গ্রেমিওতে খুব খুশি আছি। ক্লাবটির সঙ্গে আমার ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে।’







