ছোটবেলায় স্কুল পালিয়ে একজনের সিনেমাই বেশি দেখেছি, তিনি হুমায়ুন ফরীদি। তাকে দেখে আমি অভিনয়ে এসেছি। সবসময় ভাবতাম তার মতো অভিনয় করবো। সেই স্বপ্ন এবার পূরণ হয়েছে।
বলছিলেন অভিনেতা ইন্তেখাব দিনার। যিনি এই সময়ে ওটিটি ভিত্তিক বিভিন্ন কনটেন্ট দিয়ে তুলুলভাবে আলোচিত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান মিলনায়তনে ‘বীরত্ব’ সিনেমার সংবাদ সম্মেলনে ইন্তেখাব দিনার এ কথা বলেন।
এসময়ে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, মহাসচিব শাহীন সুমন।
এছাড়া বীরত্ব সিনেমার কলাকুশলীদের মধ্যে ছিলেন পরিচালক সাইদুল ইসলাম রানা, চিত্রনায়িকা নিপুণ, ইমন, সালওয়া, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠু, কচি খন্দকারসহ অনেকে।
এসময় সিনেমার খলনায়ক চরিত্রে অভিনয় করা ইন্তেখাব দিনার বলেন, ময়মনসিংহ শহরে আমার দাদার পূরবী সিনেমা হল ছিল। তখন থার্টি ফাইভে সিনেমা হতো। ছোটবেলায় দেখেছি স্বপ্নের নায়ক নায়িকাদের পোস্টার আসতো। তাদের এসব দেখে খুব ভালো লাগতো।
‘বীরত্ব’ প্রসঙ্গে ইন্তেখাব দিনার বলেন, একেবারে ভিন্ন ইমেজে কাজ করেছি। কতটুকু পেরেছি জানিনা, তবে সর্বোচ্চ চেষ্টায় এই সিনেমায় খলনায়ক হিসেবে নিজেকে আবিস্কার করেছি।
বীরত্ব সিনেমার পরিচালক সাইদুল ইসলাম রানা জানান, ১৬ সেপ্টেম্বর দেশের ৩৩ সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি।







