পাকিস্তানের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পিপিপির জ্যেষ্ঠ নেত্রী হিনা রব্বানি খান বলেছেন, পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে অপমান করা গর্বের বিষয় নয় বরং উদ্বেগের কারণ হওয়া উচিত।
পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যদি মুখোমুখি অবস্থানে থাকে, সেটি আনন্দের নয়, বরং তা গভীরভাবে চিন্তার বিষয়।
জাতীয় ঐক্যকে বিভেদমূলক বক্তব্যের মাধ্যমে ক্ষুণ্ন না করার আহ্বান জানিয়ে হিনা রব্বানি বলেন, দেশের অভ্যন্তরে কেউই রাষ্ট্রের শত্রু নয়, এটা আজ স্পষ্ট। জাতীয় ঐক্যকে মিথ্যা বর্ণনা বা বিদ্বেষমূলক ভাষায় আচ্ছাদিত করা উচিত নয়।
ভারতের প্রতি শত্রুভাবাপন্ন মনোভাব এবং পরাজিত করার প্রচেষ্টা নিয়ে উদযাপনকে হিনা রব্বানি দুঃখজনক বলে অভিহিত করেন। কাশ্মীর প্রসঙ্গে হিনা রব্বানী খার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একতরফা সিদ্ধান্তের সমালোচনা করে প্রশ্ন তোলেন, মোদি যদি সিদ্ধান্ত নেন কাশ্মীর ভারতের অংশ, তাহলে কি আমাদের মাথা নত করে তা মেনে নিতে হবে?
তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে দীর্ঘদিন ধরে একটি ভুল ধারণা প্রচলিত ছিল যে ভারত পাকিস্তানের ওপর প্রচলিত এবং অপ্রচলিত-দুই ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। কিন্তু এই ভ্রান্ত ধারণা পাকিস্তান নয়, বরং প্রধানমন্ত্রী মোদিই ভেঙেছেন।








