সোশ্যাল সাইটের ফলোয়ার নিয়ে জনপ্রিয়তা বিচার করা হয় এখন। কারণ ফলোয়ার পাওয়া খুব সহজ কাজ নয়। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার বর্তমানে যে নারীর তিনি হলেন সেলেনা গোমেজ। কাইলিকে হারিয়ে প্রথম স্থান অর্জন করেছেন সেলেনা।
৩০ বছর বয়সী পপ তারকা সেলেনা গোমেজের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা বর্তমানে ৮৮১ মিলিয়ন। দ্বিতীয় সর্বোচ্চ ফলোয়ার কাইলি জেনারের। তার ফলোয়ারের সংখ্যা বর্তমানে ৮৮০ মিলিয়ন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলেনা জানিয়েছেন সামাজিক মাধ্যম তার পছন্দ নয়। তার সামাজিক মাধ্যমের একাউন্ট সামলান সহকারী। সেলেনা বলেন, ‘ব্রেকআপের পরে কঠিন সময় কাটিয়েছি। তখন কারো মন্তব্য দেখতে ইচ্ছে করতো না। অনেক ভালো ভালো মন্তব্য থাকতো, কিন্তু আমার মন আটকে থাকতো খারাপ মন্তব্যগুলোতে।’
সেলেনা জানান, সামাজিক মাধ্যমের কারণে তার মানসিক অস্থিরতা বেড়ে গিয়েছিল। তাই এখন আর সামাজিক মাধ্যমের পেছনে সময় নষ্ট করেন না তিনি।
সূত্র: পিঙ্কভিলা







