ব্রাজিলের তরুণ প্রতিভা ভিতর রোকেকে নিতে উঠেপড়ে লেগেছিল বার্সেলোনা। সফলতাও মিলেছে। সেলেসাও ক্লাব অ্যাথলেটিকো পারানায়েন্সের স্ট্রাইকারকে নিতে ফেররান তোরেস ও ফ্রাঙ্ক কেসিকে পর্যন্ত ছেড়ে দিচ্ছে কাতালান ক্লাবটি।
রোকের এজেন্ট আন্দ্রে কুরি জানাচ্ছেন, তিন কোটি ইউরো যা বাংলাদেশি মুদ্রায় ৩৫৫ কোটি টাকা, এই অর্থে ৭ বছরের চুক্তিতে বার্সায় যোগ দিচ্ছেন ১৮ বর্ষী ভিতর। ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাক পাওয়ার পরই তিনি নজরে আসেন ন্যু ক্যাম্পের।
বেতন হিসেবে প্রথম মৌসুমে ভিতর পাবেন ৩৫ লাখ ইউরো। অর্থের দিক থেকে পরিমাণটা কম হলেও বার্সার হয়ে খেলতে রাজি তিনি। এক কোটি ইউরোয় চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির মতো ক্লাবের থেকে প্রস্তাব পেয়ে রাজি হননি।
২০৩০ সাল পর্যন্ত রোকের সঙ্গে চুক্তি করছে বার্সা। কোচ জাভি হার্নান্দেজ রোকেকে ফোনে স্বাগত জানিয়েছেন। বার্সার জার্সিতে রোকের উপর ভরসা রাখবেন জাভি। কোচের সঙ্গে ফোনে এমন কথা হওয়ায় উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান তরুণ।







