প্রকাশ পেয়েছে সঞ্জয় সমদ্দার পরিচালিত আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ছবি ‘ইনসাফ’র টিজার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ৮২ সেকেন্ডর টিজারটি নজর কেড়েছে দর্শকদের।
টিজারের শুরুতেই শরীফুল রাজ ধরা দেন তীব্র উত্তেজনায়—কুড়াল হাতে, মুখে জ্বলন্ত সিগারেট, আর চোখেমুখে প্রতিশোধের দাবানল। ইউসুফ চরিত্রে রাজ যেন ফিরেছেন এক ভয়ঙ্কর খুনির রূপে। এক সময়ের ত্রাস এই চরিত্রটি এবার যেন আরও ভয়ঙ্কর, আরও বেপরোয়া।
এক বিশেষ দৃশ্যে, খুনের পর নিজের গায়ে দুধ ঢালতে দেখা যায় ইউসুফকে—যা চরিত্রটির বিকারগ্রস্ত মনস্তত্ত্বের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। দর্শকদের কল্পনার খোরাক জোগানোর জন্য এই দৃশ্যটিই যথেষ্ট!
টিজারের আরেকটি আকর্ষণ, তাসনিয়া ফারিণ। যদিও উপস্থিতি সংক্ষিপ্ত, তবু এক দৃশ্যে রক্তাক্ত মুখে তার চাহনি টিজারের অন্যতম ফোকাস হয়ে উঠেছে। চমকে দেন তার পুলিশ অফিসারের রূপান্তর, যেখানে তাকে দেখা গেছে দারুণ অ্যাকশন অবতারে!
আর চূড়ান্ত চমক—টিজারের শেষাংশে হাজির হন মোশাররফ করিম। চোখে চশমা, হাতে শর্টগান, আর ঠাণ্ডা গলায় বলেন, “আমি অমানুষ মারি, মানুষ না।” এই এক সংলাপেই কাঁপিয়ে দিয়েছেন দর্শকদের মন।
সঞ্জয় সমদ্দার এর আগে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে ‘মানুষ’ সিনেমা নির্মাণ করেন, যেখানে প্রধান চরিত্রে ছিলেন জিৎ। তবে ‘ইনসাফ’ হচ্ছে তার বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
নির্মাতা বলেন, দর্শকদের জন্য ইনসাফ বানিয়েছি। টিজার প্রকাশের পর দর্শকদের রেসপন্সে খুব ভালো লাগছে। দর্শক যেভাবে সাপোর্ট দিচ্ছে, এভাবে সিনেমা হলেও সবাই যাক এটাই চাইবো। সিনেমা নিয়ে দর্শকদের আলোচনা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করছে।










