জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে করা মামলায় ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদেরকে এক মাসের (১৮ নভেম্বর) মধ্যে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সরকারের এ উদ্যোগের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাসহ ৪৫ জনের উপর গ্রেপ্তারি পরওয়ানা জারি হয়েছে। আমাদের এক মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। আমরা চেষ্টা করবো তাদের ফিরিয়ে আনতে। এ বিষয়ে উদ্যোগ নেয়া হবে।
এর আগে আজ বেলা সাড়ে ১১টায় চিফ প্রসিকিউটরের করা আবেদন গ্রহণ করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।









