আন্দ্রেস ইনিয়েস্তার বার্সেলোনা মূল দলে অভিষেক ছিল ২০০২ সালে। পরে লা লিগায় জমে ওঠা এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণসব পারফরম্যান্স দিয়েছেন ৪০ বর্ষী কিংবদন্তি। প্রতিপক্ষের প্রভাবশালী খেলোয়াড়ের অবসরে তাই বার্তা দিতে ভোলেনি চ্যাম্পিয়ন্স লিগের সফল দল মাদ্রিদ।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল বার্তায় লিখেছে, ‘আন্দ্রেস ইনিয়েস্তার পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণার পর রিয়াল মাদ্রিদ সিএফ, ক্লাবটির সভাপতি এবং পরিচালনা পর্ষদ স্প্যানিশ ও বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তির জন্য স্বীকৃতি, প্রশংসা, স্নেহ এবং ভালোবাসা প্রকাশ করছে।’
‘আন্দ্রেস ইনিয়েস্তা তার ফুটবল এবং মূল্যবোধের মাধ্যমে খেলাটিকে সমৃদ্ধ করেছেন। ক্যারিয়ারে তিনি অসংখ্য ট্রফি জিতেছেন। সাউথ আফ্রিকায় ২০১০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে তার আইকনিক গোলটি চিরকাল প্রতিটি স্প্যানিশ ভক্তের স্মৃতিতে থাকবে।’
তার পরবর্তী জীবনের প্রতি শুভ কামনা জানিয়েছে রিয়াল বলেছে, ‘রিয়াল মাদ্রিদ তার জীবনের নতুন অধ্যায়ে তাকে এবং তার পরিবারের জন্য শুভ কামনা জানাতে চায়।’
আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসিও ইনস্টাগ্রাম ইনিয়েস্তার সঙ্গে একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আমার অন্যতম জাদুকরী সতীর্থ এবং যাদের সঙ্গে খেলাটা সবচেয়ে বেশি উপভোগ করেছি, তাদের একজন। ফুটবল তোমাকে মিস করবে এবং আমরাও মিস করব। সর্বদা তোমার জন্য শুভ কামনা, তুমি ফেনোমেনন।’









