ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটি খুব শীঘ্রই আরেকটি মহামারিতে রূপ নেবে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এরই মধ্যে নিপাহ ভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য ঝুঁকি বলে মনে করছেন বিজ্ঞানীরা।
রোববার ১১ জুন এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এসব কথা জানায়। এতে বলা হয়, আগামীকাল সোমবার ঢাকায় ১১তম ওয়ান হেলথ কনফারেন্স শুরু হতে যাচ্ছে।
আইইডিসিআর জানায়, শুধুমাত্র ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিংবা নিপাহ ভাইরাস নয়, বার্ড ফ্লুও-ও বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি হিসেবে প্রকোপ ছড়াচ্ছে।
ইনফ্লুয়েঞ্জা কীভাবে ছড়ায়:
সাধারণত ইতোমধ্যেই সংক্রমিত হয়েছে, এমন ব্যক্তির হাঁচি-কাশি, কথা বলা কিংবা তার ব্যবহৃত কিছু ব্যবহারের মাধ্যমে ইনফ্লুয়েঞ্জা ছড়ায়। এছাড়া ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, এমন কিছু স্পর্শ করার মাধ্যমেও ইনফ্লুয়েঞ্জা ছড়াতে পারে। এ ভাইরাস প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করে থাকে, যাকে বলা হয় মিউটেশন।
ইনফ্লুয়েঞ্জার লক্ষণ:
প্রাথমিকভাবে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ হলে সাধারণ ঠান্ডা লাগার মতোই লক্ষণ দেখা দেয়। যেমন জ্বর, গলাব্যথা, নাক দিয়ে পানি পড়া, সর্দি, কাশি ইত্যাদি। সাধারণ ঠান্ডা লাগার সাথে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের পার্থক্য হচ্ছে, এটি দ্রুত বেড়ে যায়। পরিবারের একজন আক্রান্ত হলে অন্যদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। ইনফ্লুয়েঞ্জার সংক্রমণের লক্ষণগুলো-
হঠাৎ ১০০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি জ্বর, গলাব্যথা, সর্দি-কাশি, মাথাব্যথা, ডায়রিয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, বমি-ভাব হওয়া কিংবা বমি হওয়া।







