বাহরাইন জাতীয় ফুটবল দল বলেছে, তারা বিশ্বকাপ বাছাইয়ের ফিকশ্চারে ইন্দোনেশিয়ায় খেলবে না। কারণ হিসেবে নিরাপত্তা শঙ্কার কথা বলেছে দলটি। ইন্দোনেশিয়া থেকে অনলাইনে হুমকি পাওয়ার পর এ সিদ্ধান্ত তাদের।
বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশন (বিএফএ) জানিয়েছে, গত সপ্তাহে ইন্দোনেশিয়ার বিপক্ষে বিতর্কিত ২-২ গোলের ড্র হওয়ার পর ইন্দোনেশিয়া থেকে অনলাইনে মৃত্যুর হুমকি পেয়েছে তারা। বাছাইপর্বের পরবর্তী ম্যাচ হবে ২০২৫ সালের মার্চে ইন্দোনেশিয়ার জাকার্তায়।
কিন্তু বিএফএ ফিফার কাছে আবেদন করেছে ইন্দোনেশিয়া থেকে ভেন্যু সরিয়ে নিতে। তবে ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) কিংবা ফিফা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার, ৯৯ মিনিটে বাহরাইনের গোলে ২-২ সমতায় ফেরে দলটি। ওই গোলটি ছিল নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের অতিরিক্ত ৩ মিনিট পর। ইন্দোনেশিয়ার খেলোয়াড়েরা আশা করছিল খেলা শেষ করে দেবেন রেফারি।
শুরু হয় ইন্দোনেশিয়ার খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রতিবাদ। এতে রেফারি একজনকে লাল কার্ডও দেখান। ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন অভিযোগ করে, ওমানের রেফারি আহমেদ আল কাফ বাহরাইনকে গোল করা পর্যন্ত খেলার সময় দেন।
ইন্দোনেশিয়ার নির্বাহী এক কর্মকর্তার অভিযোগ, ‘রেফারিং নিয়ে আমরা হতাশ। মনে হচ্ছিলো তারা বাহরাইনের গোল পাওয়া পর্যন্ত সময় বাড়িয়েছিল।’









