সৌরঝড় প্রতিরোধে গুরুত্বপূর্ণ আবিস্কার করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা প্রথম সৌরযান ‘আদিত্য-এল১’। যা পৃথিবী ও মহাকাশে মানবজীবন ও প্রযুক্তি সুরক্ষায় নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।
আজ (২৭ নভেম্বর) বুধবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের প্রথম সূর্য মিশন আদিত্য-এল১ এর প্রথম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ফলাফল ঘোষণা করেছে। এর আগে গত ১৬ জুলাই, এটি ভিসিবল এমিশন লাইন করোনাগ্রাফ যন্ত্রের সাহায্যে একটি করোনাল মাস ইজেকশন বা সিএমই এর সূচনা এবং তার গতিপথ শনাক্ত করতে সক্ষম হয়েছে।
সূর্য থেকে বেরিয়ে আসা বিশাল সিএমই মহাকাশে বিপুল পরিমাণ শক্তি এবং চার্জযুক্ত কণার ঝড় তৈরি করে। পৃথিবীর আবহাওয়া এবং মহাকাশ প্রযুক্তিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। বিশেষ করে, স্যাটেলাইট ও শক্তি গ্রিডের ওপর এর প্রভাব মারাত্মক হতে পারে। যদিও সিএমই মানবজীবনের জন্য সরাসরি বিপজ্জনক নয়, এটি যোগাযোগ ব্যবস্থা, আবহাওয়া পর্যবেক্ষণ এবং অন্যান্য মহাকাশ প্রযুক্তিতে ব্যাপক সমস্যা সৃষ্টি করতে পারে।
ভিসিবল এমিশন লাইন করোনাগ্রাফ যন্ত্রের প্রধান তদন্তকারী প্রফেসর আর রমেশ বলেন, সূর্য থেকে সিএমই’র গতি এবং তার দিক নির্ধারণ করতে পারলে, আমরা আগাম সতর্কতা নিতে পারি। এটি পাওয়ার গ্রিড এবং স্যাটেলাইট সিস্টেমগুলোকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।








