মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস শহরের একটি মোটেলে কর্মচারীর সাথে ওয়াশিং মেশিন নিয়ে তর্কের পর চন্দ্র নাগামাল্লাইয়া নামে এক ভারতীয় ব্যক্তিকে চাপাতি দিয়ে আক্রমণ করে শিরশ্ছেদ করা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভারতের কর্ণাটকের বাসিন্দা চন্দ্র নাগামাল্লাইয়া মোটেলে থাকা ইয়োর্ডানিস কোবোস মার্টিনেজকে ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার করতে নিষেধ করেন। নাগামাল্লাইয়া সরাসরি না বললে কোবোস মার্টিনেজ বিরক্ত হন।
কোবোস মার্টিনেজ তখন একটি চাপাতি বের করে নাগামাল্লাইয়াকে একাধিকবার আঘাত করে। নাগামাল্লাইয়া পার্কিং লট দিয়ে সামনের অফিসের দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করে বলে জানা গেছে, কিন্তু কোবোস তাকে ধাওয়া করে।
নাগামাল্লাইয়ার স্ত্রী এবং ১৮ বছর বয়সী ছেলেও সামনের অফিস থেকে বেরিয়ে এসে কোবোস মার্টিনেজকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
এরপর কোবোস নাগামাল্লাইয়ার শিরশ্ছেদ করে এবং তার মাথায় লাথি মারে।
এই ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কোবোস মার্টিনেজ কাটা মাথাটি তুলে ডাস্টবিনে নিয়ে যাচ্ছেন। রক্তাক্ত অবস্থায়, চাপাতি নিয়ে ডাস্টবিন এলাকা থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় কনস্যুলেট নাগামাল্লাইয়ার মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং বলেছে তাকে তার কর্মক্ষেত্রে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
ভারতীয় কনস্যুলেট সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করেছে, আমরা পরিবারের সাথে যোগাযোগ করছি এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছি। অভিযুক্ত মার্টিনেজ ডালাস পুলিশের হেফাজতে আছে। আমরা বিষয়টি নিবিড়ভাবে অনুসরণ করছি।









