কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর নিয়ন্ত্রণ রেখায় রাতভর পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি পদক্ষেপে ও উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করেছে ভারত সরকার। সেখানে সরকারের সিদ্ধান্তকেই স্বাগত জানানোর কথা জানিয়েছে দলের নেতারা। এদিকে, পাকিস্তানের সিনেট সর্বসম্মতিক্রমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করেছে, একই সাথে জম্মু ও কাশ্মীরে সংশ্লিষ্টতার বিষয়ে অস্বীকার করেছে তারা। দুই দেশের মধ্যে এমন উত্তেজনায় সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস।








