বাংলাদেশে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য একটি সতর্কতা জারি করেছে। এতে তাদের স্থানীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং নিজ নিজ বাসস্থানের বাইরে চলাচল সর্বনিম্ন পর্যায়ে সীমিত রাখতে অনুরোধ জানানো হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর গভীর রাতে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, জরুরি প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্টরা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন অথবা দেশের বিভিন্ন স্থানে অবস্থিত সহকারী হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা।









