ফেনীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৭৩ লাখ ৬২ হাজার ১২০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি।
সোমবার (২৮ অক্টোবর) সকালে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাতভর এই অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় শাড়ী ২৯১ পিস, গরু ৫টি, থান কাপড় ১৪ হাজার ৭৭৪ মিটার, সিগারেট ৬ হাজার ২৭৩ প্যাকেট এবং স্যানেগ্রা ট্যাবলেট ১৫ হাজার ২৮০ পিস জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৩ লাখ ৬২ হাজার ১২০ টাকা।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, জব্দকরা মালামাল কাস্টমস্ এবং মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।









