সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় এসে খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন বলে জানা গেছে। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন এবং মর্যাদাপূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করবেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় ঢাকার জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। জানাজার পর আনুমানিক বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবন এলাকায় সংলগ্ন জিয়া উদয়ন থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁর দাফন অনুষ্ঠানে শেষ শ্রদ্ধা জানানো হবে।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, সাধারণ জনগণ জানাজার অনুষ্ঠানে অংশ নিতে পারবেন; তবে দাফনের সময় কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এছাড়া, জানাজার সময় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন নিষিদ্ধ থাকবে।









