টি-টুয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় শিরোপার লক্ষ্যে শনিবার সাউথ আফ্রিকার বিপক্ষে নামছে ভারত। ফাইনাল মহারণে নামার আগে স্বস্তির খবর মিলেছে দলটির! শিরোপামঞ্চে মাঠ আম্পায়ারের দায়িত্বে থাকছেন না রিচার্ড কেটলবোরো। ইংলিশ আম্পায়ারের দায়িত্বে থাকা-না থাকায় দলটির স্বস্তির কারণ ঘেঁটে দেখা যাক।
ক্রিকেটের বিশ্বমঞ্চে নকআউটপর্বে ভারতের অন্যতম আতঙ্কের নাম কেটলবোরো। নকআউটে দলটির জন্য ‘দুর্ভাগ্য’ই বয়ে এনেছেন ইংলিশ আম্পায়ার। যদিও তাতে তার দায় ছিল সামান্যই। তবে পরিসংখ্যান বলে কথা। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। অজিদের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল রোহিত শর্মার দল।
বিশ্বমঞ্চে নকআউটপর্বে মোট ছয়টি ভারতের ম্যাচে মাঠ আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন কেটলবোরো। ছয়টিতেই হেরেছে ভারত। সে কারণে তাকে ম্যাচ পরিচালনার দায়িত্ব না দিলে স্বস্তি হওয়ারই কথা ভারতীয় সমর্থকদের।
২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রথমবার নকআউটে ভারতের ম্যাচ পরিচালনা করেছিলেন কেটলবোরো। ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় ভারত। দ্বিতীয়টি ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে, অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিতে ভারত হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে।
২০১৭ সালে ইংলিশ আম্পায়ারের পরিচালনায় চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারে ভারত। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সেমিতে নিউজিল্যান্ডের কাছে হারের পর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও কেটলবোরোর পরিচালনাধীন নকআউট ম্যাচে ভারতের ভাগ্যের পরিবর্তন হয়নি।
অবশ্য মাঠ আম্পায়ারের দায়িত্বে না থাকলেও ফাইনাল পরিচালনায় থাকছেন কেটলবোরো। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। মাঠে থাকবেন ক্রিস গ্যাফানি ও রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বার্বাডোজে গড়াবে শিরোপার লড়াই।









