সেন্ট লুসিয়ায় অজি বোলারদের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন রোহিত শর্মা। গড়েছেন একাধিক রেকর্ড। ফিরেছেন ভারাক্রান্ত মনে! টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিটা হতে পারত তার। সেঞ্চুরির সামান্য আগে ফিরে যান মিচেল স্টার্কের শিকার হয়ে।
ইনিংসের তৃতীয় ওভারে মিচেল স্টার্কের উপর চড়াও হন রোহিত। চারটি ছক্কা ও একটি চারে সেই ওভারে ২৯ রান তুলে নেন। ঝড়ো ব্যাটিংয়ে ১৯ বলে ফিফটি তুলে নেন ভারত অধিনায়ক। ফিফটির পথে ছিল পাঁচটি ছক্কা ও চারটি চারের মার।
টি-টুয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ক্রিস গেইলের। ২০১৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন। রোহিত ছুটেছিলেন সেই রেকর্ড নিজের করে নেয়ার পথে। ৪১ বলে ৯২ রানে স্টার্কের শিকার হয়ে ক্রিজ ছাড়েন। ছিল ৭টি চার ও ৮টি ছক্কার মার। টি-টুয়েন্টি বিশ্বকাপে রোহিতের সর্বোচ্চ রানের ইনিংস এটি। ২০১০ বিশ্বকাপে বার্বাডোজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
তার আগে অবশ্য কয়েকটি রেকর্ড করেছেন ভারত অধিনায়ক। ১৯ বলে রোহিত ফিফটি ছুঁয়ে চলতি বিশ্বকাপে দ্রুততম ফিফটির মালিক বনে যান। কদিন আগে ২২ বলে ফিফটি করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স ও সাউথ আফ্রিকার কুইন্টন ডি কক।
মিচেল স্টার্কের এক ওভারে চার ছক্কার পর প্যাট কামিন্সকে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে পাওয়ার প্লে-তে পাঁচটি ছক্কার রেকর্ড নিজের করে নেন রোহিত। সঙ্গে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২০০ ছক্কার রেকর্ড গড়েছেন তারকা ওপেনার। ২০৩ ছক্কার মালিক এখন তিনি।
টি-টুয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকও এখন রোহিত। পেছনে ফেলেছেন বাবর আজম ও বিরাট কোহলিকে। ৪,১৬৫ রান নিয়ে শীর্ষে ভারত ওপেনার। ৪,১৪৫ রানে এতদিন সর্বোচ্চের মালিক ছিলেন পাকিস্তান অধিনায়ক। ৪,১০৩ রানে দুইয়ে ছিলেন কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে কোনো একক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ ছক্কার মালিকও এখন রোহিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবমিলিয়ে ১৩২ ছক্কা হাঁকিয়েছেন। আগে রেকর্ডটি ছিল ক্রিস গেইলের। ক্যারিবীয়দের তারকা সাবেক ইংল্যান্ডের বিপক্ষে ১৩০টি ছক্কা মেরেছিলেন। সব ফরম্যাট মিলিয়ে ১৯,০০০ রানের ক্লাবে প্রবেশ করেছেন রোহিত। ১৯,০১১ রান এখন তার।
ভারতের দলীয় একটি রেকর্ডেরও সাক্ষী হয়েছেন রোহিত। ৮.৪ ওভারে শতরান পূর্ণ করে ভারত। টি-টুয়েন্টি বিশ্বকাপে দলটির দ্রুততম শতরানের ঘরে পৌঁছানোর রেকর্ড এটি। ২০০৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০.২ ওভারে শতরান করেছিল দলটি।









