বৃষ্টির বাধা কাটিয়ে নিউইয়র্কে চলছে ভারত-পাকিস্তান মহারণ। টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম প্রথম ওভারে বোলিংয়ে আনেন শাহিন শাহ আফ্রিদিকে। রোহিত শর্মার বিপরীতে বোলিংয়ে এসে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তারকা পেসার।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এই ম্যাচের আগে মোট ৬৭ ম্যাচ খেলেছেন আফ্রিদি। সাদা বলের এ ফরম্যাটে নিজের প্রথম ওভারে কখনও ছক্কা হজম করেননি আগে। ৬৮তম ম্যাচে এসে পাকিস্তানি পেসারকে ছক্কায় হজম করালেন ভারত অধিনায়ক।
শাহিনের ওই ওভার থেকে মোট ৮ রান তোলেন রোহিত। প্রথম বলে স্ট্রেইট ড্রাইভে আদায় করেন ২ রান। দ্বিতীয় বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন। তৃতীয় বলে মিডউইকেটের উপর দিয়ে ছক্কায় হাঁকান রোহিত। পরের তিনটি বল অবশ্য ডট আদায় করেন নেন আফ্রিদি।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এই ম্যাচের আগে ৬৭ ইনিংসে ৯১ উইকেট নিয়েছেন শাহিন।









