নিউইয়র্কের পিচে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে আয়ারল্যান্ডকে। শক্তিশালী ভারতের বোলিং তোপে শতরানও পেরুতে পারল না দলটি। ভারতকে ৯৭ রানের লক্ষ্য দিয়ে থেমেছে পল স্টার্লিংয়ের দল।
নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে আইরিশদের আগে ব্যাটে আমন্ত্রণ জানায় ভারত। হার্দিক পান্ডিয়া-আর্শদীপ সিংদের দাপুটে বোলিংয়ে ৯৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডকে ব্যাটে পাঠিয়ে শুরু থেকে চেপে ধরে ভারত। ৫০ রানেই আট ব্যাটারকে ফেরায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। সাতে নামা গ্যারেথ ডেলানে একপ্রান্ত আগলে রেখে দলকে টেনে নেন। জশ লিটলের সঙ্গে ২৭ রানের জুটি পর বেন হোয়াইটকে নিয়ে আরও ১৯ রান যোগ করে রানআউট হয়ে ইনিংসের ইতি টানেন।
দুটি করে চার ও ছক্কায় ১৪ বলে ২৬ রান করেন ডেলানে। ১৩ বলে ১৪ রান করেন জশ লিটল। এছাড়া কার্টিস ক্যাম্ফের ৮ বলে ১২ রান এবং লোরকান টাকার ১৩ বলে ১০ রান করেন।
ভারতের হার্দিক পান্ডিয়া তিনটি, আর্শদীপ এবং জাসপ্রীত বুমরাহ দুটি করে উইকেট নেন।









